রাসেল সাকিবের মধ্যে কাকে একাদশে খেলাবে তার সিদ্ধান্ত দিলেন গৌতম গম্ভীর

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ইনজুরির পরও দলে সুযোগ পাচ্ছিলেন না আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান।

নানা সমালোচনার পর সুযোগ পেয়েই দারুণ পারফর্ম করেছেন টাইগার অলরাউন্ডার। রাসেলের অভাব দারুণভাবে যে পূরণ করেছেন এতে কোন সন্দেহ নেই।

আর সেটা স্বীকারও করেছেন অধিনায়ক ইয়ন মরগান। তাই রাসেল পুরোপুরো ফিট না হলে প্লে-অফে সাকিবকে খেলানোর পরামর্শ দিয়েছেন নাটদের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।

যতদূর জানা গেছে ইনজুরি থেকে ফিরলেও রাসেল হয়ত বোলিং করতে পারবেন না। আর রাসেল যদি বোলিং না করে তাহলে সাকিবকেই বেছে নিতে বলেছেন গম্ভীর।

এ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘না, সে (রাসেল) যদি বোলিং না করে, তাকে একাদশে মানায় না। সাকিব কি ভুল করেছে? আমার বলব, যদি রাসেল ফিট থাকে এবং ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে দলকে সার্ভিস দিতে পারে তাহলে আমি ওকেই বেছে নেব।

কিন্তু যদি সে বলে যে সে শুধু ব্যাটিং করতে পারবে এবং বোলিং করতে পারবে না তাহলে আমি সম্ভবত সাকিবকে খেলাব। কারণ বেঙ্গালুরুর মতো ব্যাটিং লাইনআপের বিপক্ষে ষষ্ঠ বোলিংয়ের বিকল্প দরকার।’

এছাড়াও পার্টটাইম বোলারদের দিয়ে বল না করে শক্তিশালী বোলিং লাইন আপ গঠনের পরামর্শ দেন নাইটদের হয়ে দুটি শিরোপা জেতানো এই অধিনায়ক।

তিনি বলেন, ‘আপনি চার বা পাঁচজন বোলারের দলে নিতিশ রানা এবং ভেঙ্কটেস আইয়ারের মতো খণ্ডকালীন বোলারকে রাখতে পারেন না। আপনি ভুল পথে হাঁটছেন এবং আপনি এমনটি কখনোই চাইবেন না, বিশেষত প্লে অফ ম্যাচে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *