আইপিএল ২০২৩ তে প্রতিদিন একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা যাচ্ছে। এমনই একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলা হচ্ছে আজ অর্থাৎ ৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। যেখানে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
যা তার জন্যও সত্য প্রমাণিত হয়েছে। রিস টপলির জায়গায় দলে অন্তর্ভুক্ত হওয়া ডেভিড উইলি আইপিএলের এই মৌসুমের সবচেয়ে বিপজ্জনক ২টি বল করার পর 2 খেলোয়াড়কে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠিয়েছেন। ডেভিড উইলির এই কিলার বোলিংয়ের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
ইডেন গার্ডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি খেলা হচ্ছে। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিস। যা তার জন্য সঠিক প্রমাণিত হয়েছে। প্রথম ওভারে বাজেভাবে বল থ্রো করে ওয়াইড আকারে ৫ রান দিলেও তা ছাড়া দারুণ বোলিং করেন সিরাজ।
আজকের ম্যাচে বেঙ্গালুরুকে প্রথম সাফল্য এনে দিলেন ইংল্যান্ড দলের সবচেয়ে বিপজ্জনক টি-টোয়েন্টি অলরাউন্ডার ডেভিড উইলি। দ্বিতীয় ম্যাচে বল করতে আসা ডেভিড উইলি দেন মাত্র ৩ রান। এরপর চতুর্থ ওভারে আবারও তার হাতে বল তুলে দেন অধিনায়ক।
প্রথম বলে কোনো রান দেওয়া হয়নি, দ্বিতীয় বলে উইলি ভেঙ্কটেশ আইয়ারকে শর্ট লেন্থ বোল্ড করেন যিনি পেছনের পায়ে পাঞ্চ করতে যান কিন্তু বলের লাইন মিস করেন এবং বোল্ড হন।
David Willey, the star of RCB in Eden Gardens. pic.twitter.com/Zfe00okElT
— Johns. (@CricCrazyJohns) April 6, 2023
এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন মনদীপ সিং। মনদীপের কাছে স্লোয়ার কাটার বোলিং করেন উইলি। মনদীপ সেটা বুঝতে ব্যর্থ হয়ে প্রথমে ব্যাট নামিয়ে আনেন। বলটি অফ সাইড থেকে এসে সোজা স্টাম্পে চলে যায়।
Two King's at the Eden Gardens#PunjabKings #CountyChampionship #CricketTwitter #RRvPK #RRvsPK#IPL23 #IPLonJioCinema #IPL2023 #ShikharDhawan #ShahRukhKhan #ShaheenShahAfridi #ViratKohli #KKRvsRCB #KKRvRCB #RCBvsKKR #RCBvKKR #AmiKKR #CountyChampionship pic.twitter.com/0ooQ3Y2gOL
— Sumit Mukherjee (@Who_Sumit) April 6, 2023
চতুর্থ ওভারে কোনো রান না দিয়ে ২ মূল্যবান উইকেট নেন উইলি। ভেঙ্কটেশ আইয়ারকে বোল্ড করার পর স্টেডিয়ামে উপস্থিত শাহরুখ খানও হাততালি দিতে থাকেন। উইলির বিপজ্জনক বোলিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভাইরাল হচ্ছে।