সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্নায়ুচাপ সামলে শেষ বলে জয় তুলে নিয়েছে পাকিস্তান। শেষ ওভারে তিন উইকেট নিয়েও বাংলাদেশকে জেতাতে পারেননি মাহমুদউল্লাহ। তবে দলকে না জেতাতে পারলেও প্রশংসা কুড়িয়েছেন প্রতিপক্ষ দলের হেড কোচের।
শহীদুলের করা ১৯তম ওভার থেকে নো-বল সহ ৭ রান আসে। নো-বলটি না হলে হয়তো ম্যাচের দৃশ্যপট অন্যরকম হলে হতে পারত। হাতে অপশন না থাকায় শেষ ওভার করতে থাকেন বাংলাদেশের দলপতি নিজেই। প্রথম তিন দুই উইকেট নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেন। হ্যাটট্রিক বলে ছয় মেরে ম্যাচ ফের নিজেদের নিয়ন্ত্রণে আনেন ইফতিখার। তবে ম্যাচের মূল ঘটনা ঘটে শেষ বলে। শেষ বলটি হাত থেকে ছাড়ার পর ব্যাটার নওয়াজ প্রস্তুত নন বলে জানান।
সেই বলটি হিট করে স্ট্যাম্পে। মাহমুদউল্লাহ চাইলে আবেদন করতেই পারতেন। শেষ বলে চার মেরে তৃতীয় ম্যাচটিও জিতে নেয় পাকিস্তান। পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দেওয়ার কারণে মাহমুদউল্লাহর প্রশংসা করলেন পাকিস্তানের হেড কোচ সাকলাইন। “ম্যাচটি শেষ পর্যন্ত গড়িয়েছে। আমাদের ছেলেরা তাঁদের স্নায়ুচাপ ধরে রাখতে সক্ষম হয়েছে। আমি বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাই। বিশেষ করে মাহমুদউল্লাহকে,
শেষ ওভারে ও যেভাবে বোলিং করেছে এবং পরিস্থিতি সামাল দিয়েছে।” আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করেনিয়েছিল পাকিস্তান। যে কারণে শেষ ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন আনে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বেশ কয়েকজন পরীক্ষিত পারফর্মারকে বিশ্রাম দিয়ে একাদশে রাখা হয়েছিল সুযোগ না পাওয়া খেলোয়াড়দের। সুযোগ পেয়ে সেটির সঠিক ব্যবহার করায় বেশ খুশি পাকিস্তানের হেড কোচ।