রঙিন অভিষেক শ্রেয়াস আইয়ারের

নিউজিল্যান্ডের বিপক্ষে কানপুর টেস্টে প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারতের ব্যাটাররা। অভিষিক্ত শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৭৫ রানের পাশাপাশি হাফ সেঞ্চুরি পেয়েছেন আরও দুই ব্যাটার। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে দিন শেষে চার উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে ভারত।

কানপুরে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। কাইল জেমিসনের বলে দলীয় ২১ রানে সাজ ঘরে ফিরে যান ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। এরপর চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়েন আরেক ওপেনার শুভমান গিল।

গিল ব্যাক্তিগত ৫২ রানে ফিরলে ভাঙে তাদের ৬১ রানের গুরুত্বপূর্ণ এই জুটি। তরুণ এই ওপেনারকে ফিরিয়ে তখন আরও একবার ভারতীয় শিবিরে আঘাত হানেন জেমিসন। এদিন পূজারা রানের ফেরার আভাষ দিলেও শেষ পর্যন্ত ফিরেছেন ব্যাক্তিগত ২৬ রান করে। এরপর চারে নেমে রাহানে ফিরেছেন ব্যাক্তিগত ৩৫ রান করে।

ভারত অধিনায়ক যখন সাজ ঘরে ফেরেন তখন ভারতের স্কোরবোর্ডে চার উইকেটে ১৪৫ রান। দিনের বাকি গল্পটা অভিষিক্ত শ্রেয়াস আর রবীন্দ্র জাদেজার। এই দুই দুজনের সাবলীল ব্যাটিংয়ে এলোমেলো ছিল কিউই বোলাররা।

সাদা পোশাকে ভারতের হয়ে নিজের প্রথম ম্যাচটা রাঙিয়ে রাখলেন শ্রেয়াস। পাঁচ নম্বরে খেলতে নেমে প্রথম দিন শেষে তিনি অপরাজিত আছেন ৭৫ রানে। হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন অলরাউন্ডার জাদেজাও।

ভারতের ব্যাটিং দাপটের দিনে ধারহীন ছিল কিউই বোলিং লাইন আপ। তবে এদিন একমাত্র ব্যতিক্রম ছিলেন জেমিসন। এই পেসার ৪৭ রানে নিয়েছেন তিন উইকেট। বাকি এক উইকেট শিকার করেছেন টিম সাউদি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত প্রথম ইনিংস- ২৫৮/৪ (৮৪ ওভার)

(শ্রেয়াস ৭৫*, গিল ৫২, জাদেজা ৫০*; জেমিসন ৩/৪৭, সাউদি ১/৪৩)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *