টেস্ট ফরম্যাটে ভারতের অন্যতম ভরসার নাম রবিচন্দ্রন অশ্বিন। লাল বলে দলকে উইকেট এনে দেওয়ার ক্ষেত্রে তিনি পালন করেন প্রধান ভূমিকা। অথচ একসময় টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন এই অফস্পিনার!







সম্প্রতি সাবেক কিংবদন্তি ক্রিকেটার হরভজন সিংহের রেকর্ড ভেঙেছেন অশ্বিন। হরভজনকে পেছনে ফেলে টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি। ৮০টি টেস্টে ৪১৯টি উইকেট শিকার করেছেন এই অফস্পিনার।
ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, শ্রেয়স আইয়ারের সঙ্গে কথা বলছেন অশ্বিন। ভিডিওতে তিনি বলেন, সত্যি বলতে শেষ দু’বছরে অনেক কিছু ঘটেছে। আমি টেস্ট খেলব কি না সেই নিয়েই সন্দেহ ছিল।







অশ্বিন আরো বলেন, করোনা-লকডাউন সব মিলিয়েই বেশ গণ্ডগোলের একটা সময় গেছে। ভারতের হয়ে ফেব্রুয়ারি মাসের পর কোনও টেস্ট খেলিনি। সেই সময় একমাত্র টেস্টই খেলতাম আমি। তাই বুঝতে পারছিলাম না আর খেলতে পারব কি না। ঈশ্বরকে ধন্যবাদ যে আমার জীবন পাল্টে গেছে।







হরভজনের রেকর্ড টপকে অশ্বিন বলেন, আমি যে অনুশীলন করছি সেটাই এই সংখ্যাগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। নিজের খেলা উপভোগ করার চেষ্টা করছি। এটা দারুণ একটা মাইলফলক।
২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরভজনের বোলিং দেখেছিলাম। তখন যদিও জানতাম না যে আমি অফস্পিন করব। ওর বোলিং দেখেই স্পিন বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম।






