যে ১টি বড় ভুলের কারণে কলকাতা ফাইনাল হেরেছে তা জানালো আকশ চোপড়া

একটি ছোট ভুলই ম্যাচের পুরো ফলাফল বদলে দিতে পারে। সেটাই শুক্রবার ঘটল কলকাতা নাইট রাইডার্স ম্যাচে।

দীনেশ কার্তিকের একটা মিসের খেসারত দিতে হল পুরো কলকাতা টিমকে। ফ্যাফ ডু’প্লেসিকে স্টাম্প আউট করার সুযোগ নষ্ট করেছিলেন দীনেশ কার্তিক। তার মূল্যই চোকাল নাইটরা।

চেন্নাই সুপার কিংসের ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন শাকিব আল হাসান। সেই ওভারেই ফ্যাফ ডু’প্লেসিকে সহজেই স্টাম্প আউট করতে পারতেন কলকাতা দলের উইকেটকিপার কার্তিক।

কিন্তু সেই সুযোগ নষ্ট করেন তিনি। এ দিকে দ্বিতীয় বার জীবন ফিরে পেয়ে ঘুরে দাঁড়ান ফ্যাফ। বিধ্বংসী মেজাজে নাইট বোলারদের মাঠের বাইরে পাঠাতে থাকেন।

তাঁর ৫৯ বলে ৮৬ রানের উপর ভর করেই চেন্নাই নিজেদের ভিত মজবুত করে। ১৯২ রানের পাহাড় গড়ে তারা। ফ্যাফ ডু’প্লেসি সেই সময় আউট হয়ে গেলে হয়তো শুক্রবার দুবাইয়ে অন্য রকম ইতিহাস লেখা হতে পারত।

নিজের ইউটিউব চ্যানেলে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া বলেছেন, ‘ফ্যাফ ডু’প্লেসি নতুন প্রাণ ফিরে পায়। চাপ তো ছিলই, আর সেটা ফাইনাল লড়াইও ছিল, তবে সেই সময়ে সব কিছু ঠিকঠাক হচ্ছিল, আর ফ্যাফ একটি ম্যাচ উইনিং ইনিংসও খেলে দেয়।

দীনেশ কার্তিক নিশ্চয়ই এখনও মর্মাহত হয়ে রয়েছে। যদি স্টাম্পিংয়ের সুযোগটা ও নষ্ট না করত, তবে হয়তো সবটা অন্য রকম হতে পারত।’

এর পাশাপাশি রুতুরাজ গায়কোয়াড়কে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন চোপড়া। তিনি বলেছেন, ‘রুতুরাজ গায়কোয়াড় আজকের সিএসকে-র প্লেয়ার এবং আগামী দিনে ভারতের প্লেয়ার।

আমি এই প্লেয়ারটিকে খুবই পছন্দ করি। এই প্রথম বার আইপিএলের ইমার্জিং প্লেয়ার হয়েছেন এবং কমলা টুপিও দখল করেছেন। সব কিছুই যেন তিনি টপকে গিয়েছেন।’

শুক্রবার আইপিএল ফাইনালে কলকাতাকে একেবারে উড়িয়ে দিয়েছে চেন্নাই। টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস। ৩ উইকেটে ১৯২ রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রান করে কলকাতা। ২৭ রানে ম্যাচ জিতে যায় চেন্নাই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *