আফগানিস্তান ম্যাচে ৬৬ রানের সহজ জয় পেলেও ভারতের ভাগ্য সম্পূর্ণ নির্ভর করেছে আফগানিস্তানের উপর৷ আর সেই ভাগ্য নিজেদের দিকে ফেরাতে নিজেদের ফিজিও পাঠিয়ে আফগানিস্তানকে সাহায্য করতেও রাজি রবিচন্দ্রন অশ্বিন৷







সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে নানা মারপ্যাঁচে আটকে গেছে ভারতীয় ক্রিকেট দলের সেমিফাইনাল ভাগ্য৷ শুধু নিজেদের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করলে হবে না তাদের!
তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলের দিকেও৷ আর সেই সমীকরণের সবচেয়ে বড় নির্ণায়ক হয়ে উঠেছে আফগানিস্তান ক্রিকেট দল৷
নিজেদের প্রথম চারটি ম্যাচের চারটিই জিতে ‘গ্রুপ ২’ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। বাকি একটি জায়গার জন্য লড়াই করছে তিনটি দল।







ভারতের সাথে সেমিফাইনাল নিশ্চিতের এই লড়াইয়ে সমানতালে লড়ছে নিউজিল্যান্ড আর আফগানিস্তানও৷ তবে, নিজেদের ভাগ্য লিখতে ভারতের মত অন্য দলের ম্যাচের দিকে তাকানোর দরকার হচ্ছে না তাদের৷
ভারত ও স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে নিউজিল্যান্ড। তাদের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ খুবই সহজ৷ আফগানিস্তান আর নামিবিয়ার বিপক্ষে বাকি থাকা দুই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে কিউইরা৷







অন্যদিকে, ভারত স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচ জিতলেও, তাদের তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে৷
ভারতের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে আফগানিস্তানকে জিততেই হবে৷ আর তা বেশ ভালো করেই জানেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন৷ তাই তো মজার ছলে আফগানিস্তানকে শুভকামনাও জানিয়ে রাখলেন তিনি৷







নিউজিল্যান্ড বধে আফগানিস্তানের প্রধান অস্ত্র হবে স্পিন বোলিং৷ অথচ তাদের অন্যতম স্পিন স্তম্ভ মুজিব উর রহমান আছেন ইঞ্জুরিতে৷ আর নিউজিল্যান্ড ম্যাচের আগে সেই মুজিব উর রহমানকে সারিয়ে তুলতে নিজেদের ফিজিও পাঠাতেও প্রস্তুত রবিচন্দ্রন অশ্বিন৷
সংবাদ সম্মেলনে অশ্বিন বলেছেন – “ক্রিকেট মজাদার একটি খেলা৷ আফগানিস্তান অনেক ভালো ক্রিকেটও খেলছে। আমাদের যাবতীয় আশা এখন তাদের উপরেই নির্ভর করছে। নিউজিল্যান্ড ম্যাচের জন্য তাদের প্রতি শুভকামনা রইল। সত্যিই যদি মুজিবকে মাঠে নামানোর জন্য আমরা ফিজিও দিয়ে সাহায্য করতে পারতাম তবে বেশ ভালোই হতো।”






