যে কারনে সব থেকে খারাপ পরিস্থিতির জন্য তৈরি হচ্ছেন রোহিত শর্মা

২০১৩ সাল থেকে আইসিসি প্রতিযোগিতায় খরা চলছে টিম ইন্ডিয়ার। ২০১৪ টি২০ বিশ্বকাপ, ২০১৫ বিশ্বকাপ, ২০১৬ টি২০ বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৯ বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২১ টি২০ বিশ্বকাপ – কোনওটিতেই সাফল্য নেই টিম ইন্ডিয়ার।

সেই খরা মেটানোর বড় দায়িত্ব রয়েছে পাঁচবার আইপিএল জয়ী অধিনায়কের। আসন্ন ২০২২ টি২০ বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপে সাফল্য এনে দেওয়ার গুরুদায়িত্ব রয়েছে রোহিতের। এবার হিটম্যানের কাঁধে দেওয়া হয়েছে বড় চ্যালেঞ্জ।

আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতা নিয়ে রোহিত বলেছেন, ‘একটি বড় মিল রয়েছে যে তিনটি ম্যাচে আমরা হেরেছি। তিনটি আইসিসি টুর্নামেন্টে দুটি পাকিস্তান ম্যাচ আর একটি নিউজিল্যান্ড ম্যাচ। এমনটা হতেই পারে। আমি বুঝি যে সেই সময় বোলিংয়ের মান অসাধারণ থাকে। কিন্তু এটি তিনবার ঘটেছে। আমি আশা করব চতুর্থবার এমনটা না ঘটে।’

এই বিষয়ে রোহিত শর্মা বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি হেরেছি, ২০১৯ বিশ্বকাপ, এমনকি এই টি২০ বিশ্বকাপেও হেরেছি। খেলার শুরুর ভাগে আমরা ম্যাচটি হেরেছি। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সব থেকে খারাপ বিষয়ের জন্য প্রস্তুত হতে হবে। আমাদের প্রস্তুত হতে হবে যখন দল ১০ রান করে তিন উইকেট হারাবে। আর এটি নিয়েই আমি এগিয়ে যেতে চাই আর ছেলেদের এই বার্তা দিতে চাই।’

হিটম্যান আরও বলেন, ‘যে ছেলেরা ৩,৪,৫,৬ নম্বরে ব্যাটিং করছে, কোথাও লেখা নেই যে যদি তুমি ১০ রানে তিন উইকেটে থাকো, তুমি ১৮৯-১৯০ করতে পারবে না। আমি চাই ছেলেরা এই ধরণের পরিস্থিতির জন্য প্রস্তুত হোক। ধরে নেওয়া যাক আমরা সেমিফাইনাল খেলছি আর আমরা প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে ১০ রান করেছি, তখন আমরা কি করব? কি পরিকল্পনা থাকবে আমাদের? আমি নিজেদের এই পরিস্থিতির মধ্যে বারবার আনতে চাই এবং দেখতে চাই কিভাবে আমরা এটির সমঝোতা করি। বিশ্বকাপের আগে আমাদের খেলা রয়েছে যেখানে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করব।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *