যে কারনে নেতৃত্ব বদল নিয়ে এখনও কোনও কথা বলেননি কোহলি

নেট মাধ্যমে অত্যন্ত সক্রিয় বিরাট কোহলি। কখনও হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়তের মৃত্যুর খবর পেয়ে প্রয়াত রাওয়তের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন, তো কখনও তিনি একটি কাগজের বাইকে চেপে নিজের ছবি পোস্ট করেছেন।

কিন্তু যখন বিশ্বের ক্রিকেটমহল একদিনের ক্রিকেটে বিরাটের নেতৃত্ব যাওয়া নিয়ে ঝড় তুলছে, তখন মুখে কুলুপ কোহলির। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব চলে যাওয়ার দীর্ঘক্ষণ পরেও এখনও চুপ বিরাট।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও মুখ খুলেছেন, তিনি ব্যাখ্যা দিয়েছেন, কেন কোহলিকে সরানো হয়েছে। নতুন অধিনায়ক রোহিত শর্মা তাঁর বক্তব্য রেখেছেন। কিন্তু এখনও একটি শব্দও খরচ করেননি কোহলি।

যদিও নিজে থেকেই টি টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে ছিলেন বিরাট তবু তিনি টেস্ট ও একদিনের ক্রিকেটে দেশের হয়ে অধিনায়কত্ব করতে চেয়েছিলেন। তবু তাকে সরিয়ে দেওয়া হয়। বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে অনেকেই বিরাটের পাশে দাঁড়িয়েছেন।

অনেকেই প্রশ্ন তুলেছেন কেন কোহলিকে সরিয়ে দেওয়া হল। তবে নিজের পক্ষে একটাও কথা বলেননি বিরাট। তবে এই নয় যে তিনি একেবারেই চুপ রয়েছেন। তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয়।

ভারতের দল নির্বাচন নিয়ে বা তাঁর অধিনায়কত্ব হারানো নিয়ে কোনও মন্তব্য না করলেও কোহলির কিছুদিন আগেই একটি কাগজের বাইকে উঠে নিজের ছবি পোস্ট করেছিলেন। এরপরে বিপিন রাওয়তের অকাল প্রয়াণে তিনি সোশ্যাল মিডিয়াতে লেখেন,

‘মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়ত এবং অন্যান্য সেনাকর্তাদের অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। ওঁদের পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা।’ এরপরেও নিজের নেতৃত্ব নিয়ে একটিও কথা খরচ করেননি বিরাট। কারণ জানতে চাইছে কোহলির সমর্থকেরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *