যেখানে ১৫০ রানও হয় না সেখানে ২৩৪ স্ট্রাইক রেটে করা রেকর্ড রানে কলকাতাকে জয়ের স্বপ্ন দেখালো শার্দুল ঠাকুর

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ব্যাঙ্গালুরুকে ২০৫ রানের লক্ষ্য দিয়েছে কলকাতা। ২৯ বলে ৬৮ রান করে দলের বড় সংগ্রহের মূল কারিগর শার্দুল ঠাকুর।

ইডেন গার্ডেন্সে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় ব্যাঙ্গালুরু। তবে নিজেদের মাঠে শুরুটা একদমই ভালো হয়নি রানাদের। দলীয় ২৬ রানে ডেভিড উইলির পরপর দুই বলে দুই উইকেট হারায় কলকাতা। অধিনায়ক নিতিশ রানা ফেরেন ১ রান করে।

৪৭ রানে তিন উইকেট হারিয়ে যখন ধুঁকছিল কলকাতা, তখন দলের হাল ধরেন রহমানউল্লাহ গুরবাজ। ৪৪ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন কারান শর্মার বলে। গুরবাজ আউট হওয়ার পরের বলেই ফেরেন আন্দ্রে রাসেল।

৮৯ রানেই পাঁচ উইকেট নেই কলকাতার। তখন কে জানতো স্কোরটা শেষ পর্যন্ত ২০০ ছোঁবে। সেটাই সম্ভব করে দেখালেন শার্দুল ঠাকুর। ষষ্ঠ উইকেটে রিংকু সিংকে নিয়ে খেললেন ১০৩ রানের জুটি।

এবারের আইপিএলে দ্রততম হাফ সেঞ্চুরি টাও করে নেন তিনি। ২০ বলে তুলে নেন ফিফটি। সাথে সাথে আইপিএলে নিজের সেরা ইনিংসটাও খেলে ফেলে তিনি। এর আগে আইপিএলে শার্দুলের সর্বোচ্চ ব্যক্তগত স্কোর ছিল ২৯ রান।

১৯ তম ওভারে ৪৬ রান করে রিংকু ফেরেন ৪৬ রান করে। ২৯ বলে ৬৮ রান করে শেষ ওভারে যখন শার্দুল ফিরছিলেন তখন কলকাতার সংগ্রহ ১৯৮। ২০৪ রানে থামে কলকাতার ইনিংস।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *