দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ শনিবার (৬ নভেম্বর) আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ তাদের শেষ ম্যাচ খেলেছে। এর পাশাপাশি এটি ওয়েস্ট ইন্ডিজের কিছু কিংবদন্তি খেলোয়াড়ের শেষ ম্যাচ হিসেবেও প্রমাণিত হতে পারে। অস্ট্রেলিয়া টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। এভিন লুইস যখন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিস গেইলের সাথে ইনিংস শুরু করতে আসেন, তখন অধিনায়ক কাইরন পোলার্ড সহ ওয়েস্ট ইন্ডিজ দলের বাকিরা বাউন্ডারি লাইনে তাদের সম্মানে দাঁড়িয়ে করতালি দিয়েছিলেন।
৯ বলে দুটি ছক্কায় ১৫ রান করার পর প্যাট কামিন্সের বলে বোল্ড হন গেইল। গেইল যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন তিনি ব্যাট হাতে ভক্তদের শুভেচ্ছা জানান। এছাড়া ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় ডোয়েন ব্রাভো, জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেল তাকে জড়িয়ে ধরেন। এর পর মনে করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এটাই হতে পারে তার শেষ ম্যাচ।
গেইল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে কিছু বলেননি। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। এই বিশ্বকাপে গেইলের ব্যাট মোটেও খেলেনি, পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৪৫ রান।