মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচের মধ্যে দিয়ে মরুশহরে আইপিএলের দ্বিতীয়ভাগের শুভারম্ভ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। দ্বিতীয়ভাগের ১ম ম্যাচেই চেন্নাইয়ের কাছে ২০ রানে হেরেছে মুম্বাই ইডিনায়ন্স।







তবে খেলার শুরুতেই সকলকে খানিকটা চমকে দিয়ে মুম্বইয়ের হয়ে রোহিত শর্মার বদলে কায়রন পোলার্ড টস করতে আসেন। ম্যাচের আগে রোহিতের ফিটনেস নিয়ে জল্পনা ছিলই, তাই সত্যি হয়।
দুরন্ত ফর্মে থাকা দলের অধিনায়কের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলে দেয় মুম্বই সমর্থকদের। তবে স্ট্যান্ডইন অধিনায়ক পোলার্ডের গলায় কিন্তু আশ্বাসের সুরই শোন যায়।







রোহিতের চোটের প্রসঙ্গে টসে পোলার্ড জানান, ‘রোহিত ভালই আছে। ও দ্রুতই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবে। আমি শুধুমাত্র আজকের জন্যই দলের অধিনায়কত্ব করছি।’
তবে শুধু রোহতি একা নন, সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচে মুম্বইয়ের আরেক গুরত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়াও খেলছেন না। সেই বিষয়ে বিস্তর কিছু জানাননি দীঘল চেহারার ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার।







ম্যাচে শুরুতেই চেন্নাইয়ের তিন উইকেট তুলে নিয়ে বেশ মহেন্দ্র সিং ধোনির দলকে বেশ চাপে ফেলতে সক্ষম হয় পল্টনরা। ম্যাচে অধিনায়ক রোহিতের না থাকায় খুব বেশি প্রভাব অধিনায়কত্বে অন্তত চোখে পড়েনি।






