আইপিএলের ৩৮তম ম্যাচে শেষ বলে এসে ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের আশা জাগালেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মরগানের দল।







এদিন প্রথমে ব্যাটিং করতে নামা কলকাতা নাইট রাইডার্স রাহুল ত্রিপাঠির ৩৩ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংসের সাথে আন্দ্রে রাসেলের ২০ রান ও শেষের দিকে দিনেশ কার্তিকের ১১ বলে ২৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানের বড় পুঁজি পায় কলকাতা।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন চেন্নাইর ওপেনার ফাফ ডু প্লেসিস। রুতুরাজ গায়কোয়াতকে নিয়ে গড়েন ৭৪ রানের বড় জুটি।







২৮ বলে ৪০ রানের ইনিংস খেলে রুতুরাজ ফিরে যাওয়ার পর ৩০ বলে ৪৩ রানের ইনিংস খেলে প্লেসিস সাজঘরে ফিরে যান প্রশিধ কৃষ্ণার বলে।
শেষ দুই ওভারে চেন্নাইর জয়ের অন্য ২৬ রান প্রয়োজন হলে রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে ঝড় তোলেন।
শেষ ওভারে চেন্নাইর জয়ের জন্য ৪ রান প্রয়জন হলে সুনিল নারাইন দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেয়। শেষ বলে এক রান নিয়ে চেন্নাইর জয় নিশ্চিত করেছিলো দিপক চাহার।







এদিকে শেষ বলে এমন ম্যাচ হারের পর এর কারন ব্যাখা করেছেন কলকাতা অধিনায়ক ইয়ন মরগান। শেষের দিকে বল হাতে নারাইনের দুর্দান্ত স্পেলের প্রশংসা করার পাশাপাশি শুরু থেকে ভালো বোলিং করতে না পারার কারনেই ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন মরগান।
নাইট অধিনায়ক বলেন,
”দুই দলই ভালো ব্যাটিং করেছে আজকে। বোলিংও ভালো ছিলো দুই দলের। আমাদের দিক থেকে কাউকে দোষারোপ করতে চাই না। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধ আমাদের জন্য বেশ ইতিবাচক ছিলো।







আমাদের নিজেদেরকে সেরাটা দিতে হবে শুধু। শেষ ওভারে এসে নারাইন দায়িত্ব নিয়েছে আজকে। আমি মনে করি রাসেলও ঠিক আছে। পুরো টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা রয়েছে।
অনেক ভারতীয় ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হয়নি এখনও। জাদেজা ও স্যাম কুরান দুজনেই ভালো করেছে। ম্যাচ জিততে হলে আপনাকে অবশ্যই ভালো বোলিং করতে হবে।‘’






