ম্যাচ শেষে পরোক্ষভাবে ১ জন ক্রিকেটারকে ম্যাচ হারে জন্য দায়ী করলেন ধোনি

মুম্বাইয়ের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার ইতিহাস গড়েও রেহায় পেলোনা চেন্নাই সুপার কিংস। কাইরণ পোলার্ডের ছক্কা বৃষ্টিতে হার মানতে হলো ধোনিদের। অন্যদিকে টুর্নামেন্টে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ঝড়ো ইনিংসে চেন্নাইকে সর্বোচ্চ রান তাড়া করে জয় উপহার দিয়েছেন কাইরণ পোলার্ড।

দিল্লিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে ৪ উইকেট হাতে রেখে শেষ বলে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আর মুম্বাইয়ের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।

২১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মা শুরুটা খুব খারাপ করেনি। কিন্তু ৭১, ৭৭ এবং ৮১ রানে পরপর মুম্বাইয়ের তিন উইকেট পড়ে যায়। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং কুইন্টন ডি’কক-কে ফিরিয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল চেন্নাই।

কিন্তু কায়রন পোলার্ড বেশীক্ষণ স্বস্তিতে থাকতে দেননি তাদের। তাঁর তাণ্ডবে রীতিমতো চাপে পড়ে যায় চেন্নাই। ঝড় তুলে মাত্র ১৭ বলে তুলে নেন আসরের সবচেয়ে দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ৩৪ বলে ৮৭ করেন তিনি। ৮টি ছক্কা হাঁকান। সঙ্গে ছ’টি চার মারেন। একাই দায়িত্ব নিয়ে মুম্বাইকে জিতিয়ে দেন।

ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক পরোক্ষভাবে ফাফ ডু প্লেসিসকে ম্যাচ হারের জন্য কাঠ গড়ায় দাড় করান। তিনি বলেন, “উইকেট খুব ভাল ছিল। দুই দলের মধ্যে পার্থক্য বলতে ছিল তারা ম্যাচে তেমন ভুল করেনি। আপনি যখন ম্যাচে এমন একটা মুহুর্তে ক্যাচ মিস করবেন যখন ম্যাচ ঘুরানো যেত তখন আসলে কিছু করার থাকে না। ভুল থেকে শিখবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *