চলতি আইপিএলে টানা চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে চলে গেছে কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, সুনিল নারাইনের মতো বড় বড় নামগুলো পারফর্ম করতে পারছেন না।
যে কারণে মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে মাত্র ১৩৩ রানেই থেমে যায় নাইটদের ইনিংস। আন্দ্রে রাসেলও যথারীতি ব্যর্থ। যে কারণে দল নির্বাচন নিয়ে আবার প্রশ্ন উঠেছে। টানা চার ম্যাচ হারের পর নাইট একাদশে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
সমালোচনার নিশানায় আছেন অধিনায়ক মরগ্যান। তার নেতৃত্ব মোটেও সুবিধার নয়। তাছাড়া আন্দ্রে রাসেলকে নিয়ে তো ক্রিকেট বিশেষজ্ঞরাই বিদ্রুপ করছেন। নাইট রাইডার্সের মেন্টর ডেভিড হাসি রাসেলকে ৩ নাম্বার পজিশনে ব্যাটিং করানোর সিদ্ধান্তের বিষয়ে বলেন,
‘রাসেল ড্রেসিংরুমে প্যাড পরে তৈরি ছিল মাঠে নেমে নিজের বিধ্বংসী স্বভাবে ব্যাট করতে। তবে তার আগে আমাদের একটা ভালো পার্টনারশিপের প্রয়োজন ছিল। তিন বা চার ওভার ব্যাট করলে সে হয়তো ১৫ বলে ৩০ বা ৪০ রান করবে। কিন্তু সে যদি তিনে ব্যাট করতে নামে এবং তার ব্যাটে বল লাগে, তাহলে রাসেল ২০০ রান করার ক্ষমতাও রাখে।’
রাসেলের পাশাপাশি নিউজিল্যান্ডের লকি ফার্গুসনের দিকেও নজর আছে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের। গত মৌসুমে সুযোগ পেয়েই ভালো বল করলেও এ মৌসুমে এখন পর্যন্ত তাকে খেলানোই হয়নি।
মাইক হাসির কথায় স্পষ্ট বোঝা যায় একাদশ নিয়ে কঠিন সিদ্ধান্ত আসতে যাচ্ছে,
‘দুর্ভাগ্যবশত আজকের (গতকাল) দিনটা আমাদের ছিল না এবং আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আসন্ন ম্যাচগুলোতে আমরা সবদিক বিচার বিবেচনা করেই এগিয়ে যাব। ভবিষতের জন্য আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এবং যত দ্রুত সম্ভব ম্যাচ জেতা শুরু করতে হবে।’