ম্যাচের ১ দিন আগে ভারতের স্কোয়াডে যুক্ত হলো নতুন ১ জন ফাস্ট বোলার

ইংল্যান্ড টেস্ট দলের সহ-অধিনায়ক জস বাটলার ভারত সিরিজের চতুর্থ ম্যাচে খেলবেন না। তাই বাটলারের দায়িত্ব বর্তাল মঈন আলির কাঁধে। ভারতের স্কোয়াডেও এসেছে সংযোজন।

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের দ্য ওভালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাটলারকে দলে পাচ্ছে না ইংল্যান্ড। সন্তান-সম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বাটলার একই সাথে দলের উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক। সেই সাথে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানও, যদিও সাম্প্রতিক সময়ে লাল বলে তার ব্যাটে রান নেই।

ফলে বাটলার না থাকায় একজন বিকল্প সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক খুঁজতেই হচ্ছে ইংল্যান্ডকে। বাটলারের বদলে সহ-অধিনায়কত্বের এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার মঈনের কাঁধে।

জনি বেয়ারস্টোকে বেছে নেওয়া হয়েছে বাটলারের বদলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার জন্য। বাটলারের অনুপস্থিতিতে তৃতীয় আরও একজন ক্রিকেটারকে খুঁজতে হবে ইংল্যান্ডকে, যিনি খেলবেন ব্যাটসম্যান হিসেবে। ব্যাটসম্যান হিসেবে ওলি পোপ একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।

চতুর্থ ম্যাচের মাত্র একদিন আগে ভারতের স্কোয়াডে যুক্ত করা হয়েছে একজন পেসারকে। তরুণ পেসার প্রসিধ কৃষ্ণ পেয়েছেন সুযোগ।

তবে আগে স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। গুঞ্জন আছে পরবর্তী দুই টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়বেন অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। তবে তার স্কোয়াডে ফিরতে পারেন স্পিনার রবিচন্দ্রন অশ্বীন।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। ট্রেন্ট ব্রীজে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। লিডসে দ্বিতীয় ম্যাচে শেষ দিনের ঝলকে জয় পায় ভারত। হেডিংলিতে তৃতীয় ম্যাচে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *