মুম্বই ইন্ডিয়ান্সর বিপক্ষে জাদেজা- তুষারে বোলিং ঘূর্ণিতে সহজ রানের টার্গেট পেল চেন্নাই সুপার কিংস

ইশান কিষাণকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন দীপক চাহার। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন রোহিত। শেষ বলে আরও একটি চার মারেন হিটম্যান। প্রথম ওভারে ১০ রান ওঠে। রোহিত ৯ রানে ব্যাট করছেন।

২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর বিনা উইকেটে ১৬ রান। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৩০ রান। রোহিত ও ইশান, উভয়েই ব্যক্তিগত ১৪ রানে ব্যাট করছেন। ৩.৬ ওভারে তুষারের বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন হিটম্যান। ১৩ বলে ২১ রান করেন রোহিত। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। মুম্বই ৩৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন।

৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৪৭ রান। ইশান ১৮ রানে ব্যাট করছেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৬১ রান। ইশান ৩১ ও গ্রিন ৭ রানে ব্যাট করছেন।

৬.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে ডোয়েন প্রিটোরিয়াসের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ২১ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৫টি চার। মুম্বই ৬৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।

২ বলে ১ রান করে মাঠ ছাড়েন যাদব। মুম্বই ৬৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৭৩ রান। মুম্বই ৭৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আর্শাদ খান। ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ৭৬ রান।

৯.১ ওভারে স্যান্টনারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন আর্শাদ খান। ৪ বলে ২ রান করেন তিনি। মুম্বই ৭৬ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৫ উইকেটে ৮৪ রান। ১১ রানে ব্যাট করছেন তিলক। ৩ ওভারে ২৪ রানে ২ উইকেট নিয়েছেন স্যান্টনার।

১১তম ওভারে জাদেজা মাত্র ৩ রান খরচ করেন। ১২তম ওভারে ৬ রান খরচ করেন প্রিটোরিয়াস। ১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই। ৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন মিচেল স্যান্টনার। তিনি ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ১৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ১০৯ রান। ১২ রানে ব্যাট করছেন টিম ডেভিড।

১৫.৬ ওভারে সিসান্দা মাগালার বলে ত্রিস্তান স্টাবসের ক্যাচ ধরেন রুতুরাজ গায়কোয়াড়। ১০ বলে ৫ রান করেন স্টাবস। মুম্বই ১১৩ রানে ৭ উইকেট হারায়। ১৬.১ ওভারে তুষার দেশপান্ডের বলে টিম ডেভিডের ক্যাচ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে ৬, ৪ ও ৬ মারেন ডেভিড। শেষ বলে রাহানের হাতে ধরা পড়েন ডেভিড।

৪ ওভারের বোলিং কোটায় ৩৭ রান খরচ করে ১টি উইকেট দখল করেন সিসান্দা মাগালা। ১৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮ উইকেটে ১৪১ রান। ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৭ রান তুলে মুম্বই ইন্ডিয়ান্স

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *