মারা গেলেন পশ্চিমবঙ্গের সাবেক বাঁ-হাতি স্পিনার

ভারতের সাবেক রঞ্জি ক্রিকেটার মুর্তজা লোধগার মারা গেছেন। পশ্চিমবঙ্গের সাবেক বাঁ-হাতি এ স্পিনারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর।

শুক্রবার রাতে বিশাখাপত্তনমে রাতের খাওয়া শেষে হাঁটতে বেরিয়ে হৃদরোগে আক্রান্ত মারা যান এ সাবেক ক্রিকেটার। কলকাতার হয়ে নয়টি রঞ্জি ম্যাচ খেলে ৩৪টি উইকেট শিকার করেন মুর্তজা লোধগার।

ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, নৈশভোজ শেষে রুটিনমাফিক হাঁটাহাঁটি করছিলেন মুর্তজা। সেই সময় হঠাৎ করেই বুকের বাঁ-দিকে চিনচিনে ব্যথা অনুভব করেন।

ব্যথা বেড়ে গেলে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেয়ার আগে মারা যান তিনি। সর্বশেষ ভারতের মিজোরাম অনুর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন মুর্তজা।

এ মূহূর্তে তার দল ভিনু মানকড় ট্রফিতে খেলছে। দলের সঙ্গে বিশাখাপত্তনমে ছিলেন তিনি।

মিজরামের কোচ ও সাবেক ক্রিকেটার মৃত্যুতে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবির) পতাকা অর্ধনমিত রাখা হবে।

বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে লিগের ম্যাচে কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *