মাঠেই ব্র্যাভোর উপর রেগে আগুন ধোনি, মুহুর্তেই ভাইরাল ভিডিও

আইপিএলের দ্বিতীয়-পর্বের শুরুতেই রেগে আগুন হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুহূর্তের বিভ্রান্তির জন্য সহজ ক্যাচ ফস্কে যায়।

তাতেই ডোয়েন ব্র্যাভোর উপর রেগে যান ‘ক্যাপ্টেন কুল’। চোখেমুখে ফুটে ওঠে তাঁর রাগ।

রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭.৪ ওভারে দীপক চাহারের বলে শর্ট ফাইন লেগের উপর দিয়ে প্যাডল মারতে যান মুম্বই ইন্ডিয়ান্সের সৌরভ তিওয়ারি। কিন্তু তা হয়নি। উলটে বল শূন্যে উঠে যায়।

পিছন দিকে ছুটে ক্যাচ ধরতে যান ধোনি। আর ৩০ গজের কাছে দাঁড়িয়ে থাকা ব্র্যাভোও ক্যাচ ধরতে আসেন। ধোনি ‘কল’ করেন। একই কাজ করেন ব্র্যাভো। কিন্তু মহূর্তের ধন্দে দু’জনেই ক্যাচ ধরার চেষ্টা করেন।

একেবারে কাছাকাছি চলে আসেন তাঁরা। তাতে সহজ ক্যাচ ফস্কে যায়। তারপরই রেগে আগুন হয়ে যান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

রীতিমতো চোখ-মুখ বড় করে ব্র্যাভোর উপর ক্ষোভ উগরে দেন। ধোনির উদ্দেশে ব্র্যাভোকেও অঙ্গিভঙ্গি করতে দেখা যায়।

এমনিতে করোনাভাইরাস পরিস্থিতিতে গত এপ্রিলের মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার পর রবিবার থেকে ফের শুরু হয়েছে আইপিএল। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই।

শুরুটা একেবারে জঘন্য হয়েছিল ধোনিদের। পরে সামাল দেন রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা এবং ডোয়েন ব্র্যাভো। ৫৮ বলে ৮৮ রান করেন রুতুরাজ। ২৮ বলে করেন ২৬ রান জাদেজা।

শেষের দিকে আট বলে ব্র্যাভো ২৩ রান করেন। শেষপর্যন্ত ছ’উইকেটে ১৫৬ রান তোলে চেন্নাই। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বই।

কিছুটা চেষ্টা করেছিলেন সৌরভ। ৪০ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত ২০ রানে জিতে যায় চেন্নাই।

(দেখে নিন ধোনির রেগে যাওয়ার ভিডিয়ো – এখানে ক্লিক করুন।)

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *