ম্যাচ শেষ করার দক্ষতা যে বাকিদের তুলনায় তাঁর অনেকটাই বেশি, এটা গোটা বিশ্বই জানে। সেই মহেন্দ্র সিংহ ধোনির সামনেই শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়ে দিলেন শাহরুখ খান। টিভিতেই পুরো ব্যাপারটাই দেখলেন ধোনি। সেই ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস।
অতীতেও ঘরোয়া ক্রিকেট তামিলনাড়ুকে বহু ম্যাচে জিতিয়েছেন শাহরুখ। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তার ব্যতিক্রম নয়। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১৬ রান। প্রথম পাঁচ বলে ১১ রান উঠেছিল। শেষ বলে দরকার ছিল পাঁচ রান। সেই সময় প্রতীক জৈনের শেষ বলে ছক্কা মেরে তামিলনাড়ুকে জেতান শাহরুখ। ম্যাচ শেষ করার দক্ষতার কারণে অনেকেই শাহরুখকে ইতিমধ্যেই ধোনির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। সোমবার সেই ধোনির সামনেই ম্যাচ শেষ করলেন শাহরুখ।
শাহরুখ এর এই অসাধারণ ব্যাটিং এ তামিলনাড়ুর টিম মেম্বার রা সবাই অনেক আনন্দিত। আগামিতেও শাহরুখ আরও ভাল খেলা উপহার দিবে বলে সবার ধারনা।