মহিলাদের IPL আয়োজন করতে যাচ্ছে BCCI, জানালেন বোর্ড সভাপতি সৌরভ

পুরষদের ক্রিকেটে বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজ ক্রিকেট লিগ আইপিএল ভারতে অনুষ্ঠিত হলেও মহিলাদের আইপিএলে কিন্তু তেমন দহরম-মহরম নেই। এই নিয়ে জেমিমা রডরিগেজ থেকে শুরু অনেক ক্রিকেটার তথা বিশেষজ্ঞই সরব হয়েছেন। বহু সমালোচনার পর অবশেষে মহিলাদের আইপিএল আয়োজন নিয়ে বিসিসিআই চিন্তাভাবনা শুরু করতে চলেছে।

বোরিয়া মজুমদারের সঙ্গে এক আলোচনা সভায় বোর্ড সভাপতি সৌরভ জানান, ‘মহিলাদের জন্য আইপিএল অনুষ্ঠিত করার চিন্তাভাবনা রয়েছে আমাদের মাথায়। পরবর্তী তিন, চার মাসে আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয়ে আলাপ, আলোচনার করব এবং এই ব্যাপারটা কীভাবে বাস্তবায়িত করা যাবে সেই নিয়েও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

ভারতীয় মহিলা ক্রিকেটাররা বিগ ব্যাশ, দ্য হান্ড্রেডের মতো ফ্রাঞ্চাইজ লিগে দাপিয়ে খেলা বেড়াচ্ছেন। সম্প্রতি হরমনপ্রীত কউর তো মহিলাদের বিগ ব্যাশ লিগের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন। তবে ভারতীয় পুরুষদের জন্য জাঁকজমকপূর্ণ আইপিএল অনুষ্ঠিত হলেও মহিলাদের জন্য নামমাত্র তিন দলের একটি ছোট্ট টুর্নামেন্ট ওমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে আয়োজিত হয়, যা পুরুষদের লিগের ধারেকাছেও আসে না।

এই বৈষম্যের বিরুদ্ধে অভিযোগ বহুদিনের। তবে বোর্ড সভাপতি আশ্বস্ত করায় ভারতীয় মহিলা ক্রিকেটাররা সামান্য হলেও নিশ্চিন্ত হবে। তবে পরবর্তী তিন চারমাসে এই নিয়ে ভাবনাচিন্তা যদি শুরু করা হয়, তাহলে অন্তত পুরুষদের আইপিএলের সময়ে একইসঙ্গে মহিলাদের আইপিএল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলাই চলে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *