মরগ্যানের এমন আধামরা ব্যাটিং দেখে মজা করে যা বললেন শেবাগ

বড় আশা নিয়ে দিনেশ কার্তিক সরিয়ে ইয়ন মরগানের হাতে অধিনায়কত্ব দেয় কলকাতা। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই দলের ভাগ্য ফেরাতে ব্যর্থ হয়েছেন তিনিই।

শুধু তাই নয় বার বার ব্যর্থ হয়েছেন নিজেই পারফর্ম করতে। ১০ ম্যাচে করেছেন মাত্র ১০৭ রান তাও দুইবার মেরেছেন ডাক। সর্বশেষ দুই আসরে খুব কাছে গিয়ে সেরা চারে উঠতে ব্যর্থ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএলের ২য় ভাগ শুরুর আগেও মাত্র দুইটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স বেশ চাপেই ছিল।

দ্বিতীয় ভাগ শুরুর প্রথম দুই ম্যাচে জিতলেও তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরেছে নাইটরা।

এতে আবারো সেরা চারে উঠা থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গেছে কলকাতা। এরপরই দাবী উঠেছে অধিনায়ক মরগানের একাদশে থাকা নিয়ে।

দ্বিতীয় পর্বের দুই ম্যাচে ব্যাটিংয়ে নেমেছেন মরগান। যেখানে এক ম্যাচে ৮ বলে ৭ ও আরেক ম্যাচে আজ ১৪ বলে করেছেন মাত্র ৮ রান।

তার বাজে অধিনায়কত্বের কারণেই চেন্নাইযের বিপক্ষে হেরেছে কলকাতা বলে সমালোচনা করেছেন ভক্তরা।

তবে সে সমালোচনার আগুনে ঘি ঢাললেন শেবাগ, তিনি মরগ্যানকে নিয়ে মজা করে বলেন, ওনি আর কখনো রান করতে চাইবেনা।

ওনার রান করার প্রয়োজনও নাই। ওনার মত একজন প্লেয়ার ১০ ম্যাচে ১০৭ রান করে কিভাবে অধিনায়কের মত গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *