মরগান নয়, নতুন করে যাকে কলকাতার অধিনায়ক করতে চান দীনেশ কার্তিক

আইপিএলে একই দলের হয়ে খেলছেন দীনেশ কার্তিক এবং অজি ফাস্ট বোলার প্যাট কামিন্স। মাঝপথে আইপিএল বন্ধ হয়ে যাওয়াই জন্মদিনটা কলকাতা নাইট রাইডার্সের সতীর্থদের সাথে উদযাপন করা হয়নি কামিন্সের।

তবে, জন্মদিনের শুভকামনা জানাতে ভুল করেননি কেকেআরের উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

কলকাতার এই দক্ষিণ ভারতীয় ব্যাটসম্যান খুব শীঘ্রই কামিন্সকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে দেখতে চান। গতকাল (৮ মে) কামিন্সকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছে কেকেআর। সেখানেই শুভেচ্ছা জানাতে গিয়ে এমন মন্তব্য করেছেন কার্তিক।

কার্তিক বলেন, “তোমার মতো বোলারকে দলে পেয়ে কেকেআর এবং আমরা সকলেই খুব ভাগ্যবান। বিশ্বের অন্যতম সেরা বোলার তুমি। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। খুব শীঘ্রই তুমি অস্ট্রেলিয়ার অধিনায়ক হবে, এটাই আশাকরি। আমি জানি, তোমার সেই ক্ষমতা রয়েছে।”

আলাদা আরেকটি টুইট করেও কামিন্সকে শুভেচ্ছা জানিয়েছেন কার্তিক। আরেক ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেলও জন্মদিনে দিয়েছেন ভিডিও বার্তা। রাসেল বলেছেন, “তুমি জানো এটা একটা বিশেষ দিন। তোমাকে শুভেচ্ছা জানাতে চাই, হ্যাপি হ্যাপি বার্থডে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার।”

এছাড়াও মরগান, শুবমান গিল থেকে শুরু করে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় কোয়ারেন্টিনের জন্য এই মুহুর্তে মালদ্বীপে অবস্থান করছেন কামিন্স সহ সকল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ১৫ দিনের কোয়ারেন্টাইন শেষে অস্ট্রেলিয়ার বিমান ধরবেন কামিন্স।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *