ভাল কিছু পেতে কোহলিকে যে সুন্দর পরামর্শ দিলেন আফ্রিদি

মানসিক চাপ কমাতে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। তবে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি মনে করেন, বৃহত্তর সাফল্যর জন্য কোহলির বাকি দুই ফরম্যাটের নেতৃত্বও ছেড়ে দেওয়া উচিত।

ব্যাটার কোহলি এরই মধ্যে কত রেকর্ড যে নিজের করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। তবে কোভিড পরবর্তী সময়ে কোহলির ব্যাট আর আগের মতো কথা বলছে না। গেল দুই বছর কোনো শতকের দেখা নেই ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিকের।

শহিদ আফ্রিদির মতে, এখন সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে পুরোপুরি ব্যাটিংয়ে মনোযোগ দেয়া উচিত কোহলির। তবেই ক্যারিয়ারের শেষটাও রাঙিয়ে রাঝতে পারবেন এই ভারতীয় ব্যাটার। আফ্রিদি বলছেন, ‘আমার মতে ভারতীয় ক্রিকেটের জন্য সে বিস্ময়কর এক শক্তি। কিন্তু সে যদি এখন সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়ে, তবে সেটা ভালো হবে।’

আফ্রিদির মতে, ক্যারিয়ারের বাকি সময়টা কোহলির ক্রিকেট উপভোগ করা উচিত। তিনি বলে, ‘সে অনেক উঁচু মানের ব্যাটার এবং যেকোনো মুহূর্তে একদম চাপ ছাড়া ব্যাটিং করতে পারে সে। সে সামনেও ক্রিকেট উপভোগ করবে।’

কোহলির জায়গায় ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন রোহিত শর্মা। যার সঙ্গে আইপিএলে একটা মৌসুম ডেকান চার্জারসে খেলেছেন আফ্রিদি। রোহিতকে তাই ভালো করেই চেনা আছে তার।

সেই জানাশোনা থেকেই আফ্রিদি জানালেন, কোহলির জায়গায় রোহিতই সেরা নির্বাচন ছিল। আফ্রিদি বলেন, ‘আমি রোহিতের সঙ্গে এক বছর খেলেছি এবং সে অসাধারণ একজন খেলোয়াড়। তার সবচেয়ে বড় শক্তি চাপের সময় সে নিরুদ্ধেগ আর প্রয়োজনে আক্রমণাত্মক হতে পারে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *