উন্মুক্ত চাঁদ, ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ভারত থেকে অবসর ঘোষণা দেন গতকাল।
মুলত যুক্তরাষ্ট্রের হয়ে খেলার জন্যই অবসর নেন এই ২৮ বছর বয়সী ক্রিকেটার।
মূলত আমেরিকার মাইনর লিগ ক্রিকেটে অংশ নিতেই ভারত ছাড়েন তিনি। আর সেই মতোই মার্কিন ক্রিকেটে হাতেখড়ি হয়ে গেল উন্মুক্তের।
যদিও শুরুটা মনে রাখার মতো হল না মোটেও। বরং বলা ভালো যে, এর থেকে খারাপ শুরু আর হতে পারে না। অভিষেক ম্যাচেই তাঁকে সাজঘরে ফিরতে হল খাতা খোলার আগেই।
সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামেন উন্মুক্ত। সান দিয়েগো সার্ফ রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩ বল খেলে শূন্য রানে বোল্ড হন ভারতীয় তারকা।
ম্যাচের দ্বিতীয় ওভারেই মিডিয়াম পেসার জুবাইর মুরাদ ছিটকে দেন উন্মুক্তের স্টাম্প। যদিও ম্যাচে উন্মুক্তের দল সিলিকন ভ্যালি স্ট্রাইকার্স ১৫ রানে জয় তুলে নেয়।
প্রথমে ব্যাট করে সিলিকন ভ্যালি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে। শেহান জয়সূর্য ৭৪ রান করেন। নরসিং দেওনারায়ন ৩১ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে সান দিয়েগো ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রানের বেশি তুলতে পারেনি। ম্রুনাল প্যাটেল ১০ ও মার্টি কাইন ৪০ রান করেন।