কিছুদিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ভাগ আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপও সফলভাবে আয়োজন করেছে দেশটি।







টানা দুটি মেগা ইভেন্ট দারুণভাবে আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত দুবাই ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল রহমান ফালাকনাজ। দুবাইয়ের মাটিতে ভারত-পাকিস্তানের সিরিজ আয়োজন করতে চান তিনি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সুপার টুয়েলভের হাই ভোল্টেজ এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দশ উইকেটের বড় ব্যবধানে হারায় পাকিস্তান।







দুবাইয়ের মাটিতে পাকিস্তান-ভারতের এমন বড় মাপের ম্যাচ আয়োজন করতে পারায় উচ্ছ্বসিত ফালাকনাজ। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভালো না থাকায় নিরপেক্ষ ভেন্যুতে যদি কখনো তাদের ম্যাচ বা সিরিজ আয়োজন সম্ভব হয়, তাহলে তা যেন দুবাইতেই হয়- প্রত্যাশা তাঁর।
ফালাকনাজ বলেন, ‘আমি খুব গর্বিত। কেননা সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাই যেকোনো আসর দারুণভাবে আয়োজন করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ তারা খুব সুন্দরভাবে আয়োজন করেছে। ভারতের বিকল্প হতে পেরে আমরা ভাগ্যবান।’







তিনি আরও বলেন, ‘দুবাইতে আমি আরো ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চাই। বিসিসিআইতে আমার যেসব বন্ধু আছে আমি তাদের মানিয়ে নিতে চাই। তারা যদি পাকিস্তানের বিপক্ষে খেলতে প্রস্তুত থাকে, তাহলে আমাদের ভেন্যুগুলোতে ম্যাচ রাখার চেষ্টা করব।’
শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, আইপিএল আয়োজনেও নজর রাখছেন ফালাকনাজ। এবারের আইপিএলের প্রথমভাগ অনুষ্ঠিত হয়েছিল ভারতে। কিন্তু করোনার প্রকোপে আসরের পরের অংশ হয় সংযুক্ত আরব আমিরাতে।







আইপিএল আয়োজনের ইচ্ছার কথা জানিয়ে ফালাকনাজ আরও বলেন, ‘বিসিসিআই আমাদের সক্ষমতা দেখেছে। আমি তাদের আমন্ত্রণ জানাব এবং এখানে আইপিএল আয়োজন করতে বলব। আইপিএল এখানে শুরু হয়ে ভারতে শেষ হতে পারে অথবা ভারতে শুরু হয়ে এখানে শেষ হতে পারে।’






