ভারত নিউজিল্যান্ড ম্যাচ শেষেই নতুন আইসিসি র‍্যাঙ্কিং প্রকাশ, দে’খেনিন ভারতের অবস্থান

মুম্বাই টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। কিউইদের বিপক্ষে রেকর্ড পরিমাণ ব্যবধানে জিতে ১-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত।

কিউইদের হারিয়ে টেস্টে হারানো স্থান ফিরে পেল বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষেই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি। প্রকাশিত হালনাগাদে ১২৪ রেটিং নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত।

তিন রেটিং কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার অবস্থান তৃতীয়তে। যদিও রেটিংয়ে অনেক পিছিয়ে রয়েছে তাঁরা। তবে অ্যাশেজে ভালো করে র‍্যাঙ্কিংয়ে এগোনোর সুযোগ রয়েছে অজিদের সামনে।

এক রেটিং কম, ১০৭ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। সেরা পাঁচেই রয়েছে বর্তমানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের একদম তলানির দিকেই রয়েছে বাংলাদেশ। দশে রয়েছে জিম্বাবুয়ে। তাঁদের চেয়ে একধাপ ওপরে অর্থাৎ ‘নয়ে’ অবস্থান করছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট ৪৯।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৭২ রানের জয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘১২’ পয়েন্ট পেয়েছে ভারত। বর্তমানে ৪২ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ভারত। চার পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে নিউজিল্যান্ড।

মুম্বাই টেস্টের ভাগ্য নির্ধারন হয়েছিল তৃতীয় দিনেই। দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে পাঁচ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল কিউইরা।

তবে চতুর্থ দিনের প্রথম সেশনে জয়ন্ত যাদব ও অশ্বিনের বোলিং ঘূর্ণিতে ২৭ রানের ব্যবধানে বাকি পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে চারটি করে উইকেট লাভ করেন অফ স্পিনার জয়ন্ত যাদব ও রবি অশ্বিন। কিউইদের বিপক্ষে ভারতের এই জয় রানের হিসেবে সবচেয়ে বড় জয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *