পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে ১০ উইকেটে পরাজয়ের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে হেরে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে যাওয়ার আশা প্রায় শেষ ভারতের। ব্যাটিং হোক বা বোলিং, কিউয়িদের বিরুদ্ধে কার্যত দাঁত ফোটাতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। এর পরেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ।
সেহওয়াগ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘নিউজিল্যান্ড দারুণ খেলেছে, তবে ভারতের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। ভারতীয় ক্রিকেটারদের শারীরী ভাষা খুব খারাপ ছিল , শট নির্বাচনও অত্যন্ত জঘন্য হয়েছে। অতীতের মতো আবারও নিউজিল্যান্ড আমদের পরবর্তী ধাপে যাওয়ার আশা প্রায় শেষ করে দিয়েছে। এই পরাজয় ভারতকে বেশ ব্যথিত করবে। সময় এসেছে এই বিষয়ে ময়নাতদন্ত করার।’
এটাই টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে বিরাট কোহলির শেষ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের পরই অধিনায়ক থেকে দলের কোচিং স্টাফ, গোটাটাই পরিবর্তিত হবে। তবে এই বিশ্বকাপে পরের ধাপে পৌঁছাতে না পারলেও এর পরের বিশ্বকাপ শুরু হতেও কিন্তু হাতে এক বছরেরও কম সময় রেয়েছ। তাই নিজেদের সামলে বুঝেশুনে দলের পরিবর্তন আনতে টিম ম্যানেজমেন্টের কাছে সময় প্রায় নেই বললেই চলে। টুর্নামেন্টের পরে তো বটেই, চলতি টুর্নামেন্টের বাকি তিন ম্যাচেও ভারত কেমন ক্রিকেট খেলে সেদিকে সকলের নজর থাকবে।
As a captain, Virat has been a great flop. By declaring to retire from T20 cap has further complicated matters. His continued bad luck with the coin (specially at Dubai) completely demoralized the team. Because, in Gulf, this world cup, 12 wins were there from who fielded first. Thirdly, bizarre decisions (two many heads, coach plus mentor etc.) also contributed negatively.