ভারতের টি২০ স্কোয়াডে আসছে ১টি পরিবর্তন

দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মধ্যেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বরুণ চক্রবর্তীর চোট। বর্তমানে হাঁটুর চোটে ভুগছেন এই রহস্যময় স্পিনার।

যদিও চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। জানা গেছে, এই লেগ স্পিনারকে দিয়ে পুরো চার ওভার বোলিং করাতে ব্যাথানাশক ইনজেকশন ব্যবহার করছে কলকাতার টিম ম্যানেজমেন্ট।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণকে খেলানো হবে কি না সে বিষয়ে বিসিসিআই পর্যালোচনা করছে বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন, ‘বরুণের হাঁটু ভালো অবস্থায় নেই। সে ব্যাথা অনুভব করছে। আমাকে বিশ্বাস করুন যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না থাকত সম্ভবত ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর ঝুঁকি নিত না। শতভাগ ফিট হওয়ার জন্য পরবর্তীতে ওকে ব্যাপক পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সন্নিকটে থাকায় ওর ব্যথা সারাতে মনোযোগ দেয়া হবে।’

বরুণের চোটের বিষয়ে ইতোমধ্যে স্ট্রেন্থ ও কন্ডিশনিং চার্ট তৈরি করেছে কলকাতার টিম ম্যানেজমেন্ট। মূলত চোট থেকে সেরে উঠতে দীর্ঘকালীন পুনর্বাসনের ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমি যতদূর জানি কলকাতার সাপোর্ট স্টাফ বরুণের জন্য একটি স্ট্রেন্থ এবং কন্ডিশনিং চার্ট তৈরি করেছে। যা ওর দীর্ঘ সময়ের চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য করা হয়েছে। তাছাড়া ব্যাথানাশক ইনজেকশনও দেওয়া হচ্ছে যাতে সে খুব বেশি অসুবিধা ছাড়াই চার ওভার বোলিং করতে পারে।’

এদিকে টি২০ বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তে শেষ সময় বেধে দিয়েছে আইসিসি। তাদের নিয়ম অনুযায়ী ১১ অক্টোবর পর্যন্ত যেকোনো দল তাদের স্কোয়াডে পরিবর্তন করতে পারবে। এর ফলে বিসিসিআই পড়ছে উভয় সংকটে।

এখন ভারতের টি-২০ স্কোয়াডে পরিবর্তন করতে হলে ১১ অক্টোবরের আগে তা করে আইসিসিকে জমা দিতে হবে। যদি বিসিসিআই ভারতে টি-২০ স্কোয়াডে পরিবর্তন করে তাহলে বরুন চক্রবর্তী পরিবর্তে সুযোগ পাওয়ার বড় দাবিদার যুবেন্দ্র চাহাল। কারণ এখন পর্যন্ত ভারতের টি২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনিই।

তাছাড়া যুবেন্দ্র চাহালকে যখন বিশ্বকাপের স্কোয়াডের থেকে বাদ দেওয়া হয় তখন বিসিসিআইকে পড়তে কঠোর সমালোচনার মুখে। তাই যদি বরুনের পরিবর্তে কাউকে চিন্তা করে তাহলে যুবেন্দ্র চাহালের নামই প্রথমে আসবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *