ভারতীয় দলে কোহলীর কি ভুমিকা থাকবে, জানালেন নতুন দলনেতা রোহিত শর্মা

টি-টোয়েন্টি ক্রিকেটে নেতা বদল। নিউজিল্যান্ড সিরিজ থেকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই সিরিজে বিরাট কোহলীকে বিশ্রামে পাঠানো হয়েছে। কিন্তু তিনি দলে ফিরলে কী ভূমিকা নেবেন?

বুধবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজের আগে সাংবাদিক বৈঠকে এমনই প্রশ্নের মুখে পড়লেন রোহিত শর্মা।

ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত বলেন, “ও দলের জন্য যেটা করে সেটাই করবে। কোহলী এই দলের খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ও খেললে তার প্রভাব পড়বেই। দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ও। প্রত্যেকের নিজস্ব ভূমিকা আছে। আগে ব্যাট করলে এক রকম, পরে বল করলে আরেক রকম।

কোহলী যখন এই দলে ফিরবে, তখন ওর অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। ও যে ধরনের ব্যাটার তা দলকে আরও শক্তিশালী করবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২ থেকে ছিটকে যায় ভারত। পরের বারের জন্য তৈরি হবেন কী ভাবে? রোহিত বলেন, “আমাদের ভাল ভাবে তৈরি হতে হবে। এই ধরনের ক্রিকেটে ভারত দুর্দান্ত। আমরা আইসিসি প্রতিযোগিতা জিতিনি, কিন্তু দল হিসাবে ভাল খেলেছি। কিছু ভুল হয়েছে এটা ঠিক। সেটা প্রতি দলেই থাকে। নিজেদের সেরাটা বার করে আনতে হবে। নিজেদের একটা ধরন তৈরি করতে হবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *