‘ভারতীয় ক্রিকেটের স্তম্ভ’, রাহুল দ্রাবিড় কোচ হওয়ায় উচ্ছ্বসিত হয়ে যা বললেন রোহিত শর্মা

সরকারি ভাবে এত দিন ঘোষণা না হলেও, আগে থেকেই জানা দিল রবি শাস্ত্রীর হটসিটে কে বসতে চলেছেন! বুধবার দীপাবলির আগের দিন প্রত্যাশা মতোই টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম সরকারি ভাবে ঘোষণা করা হয়। বিসিসিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, এ বার বিরাট কোহলিদের দায়িত্ব নিতে চলেছেন দ্রাবিড়।

দ্রাবিড় কোচ হওয়ায় উচ্ছ্বসিত রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপেরই পরেই সম্ভবত সরকারি ভাবে এই ফর্ম্যাটের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হবে রোহিত শর্মার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ পূর্ণ অধিনায়ক হিসেবে ২২ গজে নামার প্রবল সম্ভাবনা রয়েছে রোহিতের।

তার আগে দ্রাবিড় কোচ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিটম্যান। আফগানিস্তানকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেছেন, ‘ওকে (দ্রাবিড়) অনেক শুভেচ্ছা। ওর সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় থাকব। ভারতীয় ক্রিকেটের একটি স্তম্ভ রাহুল দ্রাবিড়। ওর সঙ্গে ভবিষ্যতে কাজ করতে পারব, এটা খুবই ভাল বিষয়।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহুল দ্রাবিড়কে ভারতের দ্বিতীয় দলটির কোচ করার পর থেকেই একটা গুঞ্জন ছিল। তার উপর চলতি টি-২০ বিশ্বকাপের পর রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তিও শেষ হয়ে যাচ্ছে।

এবং শাস্ত্রী নতুন করে দায়িত্ব নিতে আগ্রহী নন, এটা স্পষ্ট জানিয়েও দিয়েছেন। যদিও তাঁর আগ্রহ থাকলেও, কোচ হিসেবে তাঁকে আর রাখা হত কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সে কারণে অনেক আগে থেকেই কোহলিদের জন্য কোচ খুঁজতে শুরু করেছিল বিসিসিআই। অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ অনেক নামই উঠে এসেছিল। তাঁরা কেউ অবশ্য আগ্রহ দেখাননি বলে খবর। শেষ পর্যন্ত কোচ হিসেবে দ্রাবিড়কেই বেছে নেওয়া হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *