কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগেই গতকাল ভারতের এক মহিলা ক্রিকেটারকে নিয়ে খুব খারাপ খবর বেরিয়ে আসছে।
ওড়িশার মহিলা ক্রিকেটার রাজশ্রী সোয়েনের মৃ’ত’দে’হ জঙ্গলে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
এখন পর্যন্ত দু’র্ঘট’না’র কারণ সম্পর্কে তথ্য জানা না গেলেও তার পরিবারের সদস্যদের ধারণা ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং মহিলা দলের কোচের ষ’ড়’যন্ত্রে মেয়েকে খু’ন করা হয়েছে।
এদিকে না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার হেমু ডালভি। বার্ধক্য জনিত কারণে দহিসারে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।প্রথম শ্রেণির ক্রিকেটে হিমু ছিলেন একজন বোলার। মুম্বইতেই বেশিরভাগ খেলেছেন। মাঝে মধ্যপ্রদেশের হয়ে খেলেছিলেন তিনি। মধ্যপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন চারটি ম্যাচে। নিয়েছেন চারটি উইকেট।
করেছেন ১১৬ রান। সর্বোচ্চ রান করেছেন ৩৩। নিজের কেরিয়ারে থেকে বেশি সাফল্য পেয়েছেন কোচিংয়ে। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য বলবিন্দর সিং সান্ধুর ছোটবেলার কোচ ছিলেন তিনি।
হেমু ডালভি শেষ নিঃশ্বাস ত্যাগের খবরের পরেই আর একটি খবরে ভারতীয় ক্রিকেট জগতে নেমে এলো শোকের ছায়া। একদিন আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিদ্ধার্থ শর্মা। হিমাচল প্রদেশের তরুণ পেসারের জীবনাবসান হল বৃহস্পতিবার।
মাত্র ২৮ বছর বয়সে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয়েছে তাঁর। গুজরাটের ভদোদরা শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। ছিলেন ভেন্টিলেশনে।
তবে শেষ রক্ষা হল না।উনাতে জন্ম হওয়া এই পেসার চলতি রঞ্জি ট্রফির মরশুমেও খেলছিলেন। চলতি মরশুমে দুটি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১২টি উইকেট। ২০২১-২২ সালে হিমাচল প্রদেশের যে দল বিজয় হাজারে ট্রফি জিতেছিল সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।