রাত পোহালেই আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। শুরু হবে বড় দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াই। অনেক সাবেক ক্রিকেটারই এই বিশ্বকাপের সম্ভাব্য সেরা পারফর্মার বেছে নিচ্ছেন।







এবার সেই তালিকায় নাম লেখালেন সাবেক অজি পেস সুপারস্টার ব্রেট লি। তার মতে, সেরা ব্যাটার এবং সেরা বোলার দুই ক্ষেত্রেই শীর্ষে থাকবে ভারত।
ব্রেট লি বলেছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ব্যাটার হবেন লোকেশ রাহুল। বোলার হিসেবে সব চেয়ে বেশি উইকেট নেবেন মোহাম্মদ শামি।







আইসিসির একটি নিবন্ধে তিনি লিখেছেন, ‘ভারতের প্রথম পাঁচ ব্যাটার এবং বোলাররা যে দারুণ ছন্দে আছে, তাতে ভারতই বিশ্বকাপ শিরোপার বড় দাবিদার। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করতে পারে লোকেশ রাহুল। আর সবচেয়ে বেশি উইকেট নিতে পারে মোহাম্মদ শামি। শেষ কয়েক মাসে তারা খুব ভালো ছন্দে আছে।’
ব্রেট লির মতে এই দুই ক্রিকেটার যদি ছন্দে থাকে তা হলে ভারতকে আটকানো বেশ কঠিন হবে। ভারতকে নিয়ে আশাবাদী হলেও নিজের দেশকে নিয়ে খুব উচ্ছ্বসিত নন লি।







তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার খুব বেশি সাফল্য নেই। সময় এসেছে সেই ইতিহাস বদলে দেওয়ার। আমাদের দলে বেশ কিছু ক্রিকেটার আছে, যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তবে সেটা খুব সহজ হবে না। কারণ এই আসরে ইংল্যান্ড, ভারত এবং নিউজিল্যান্ডের মতো দল আছে।’






