বোলিংয়ে ভারত, একাদশে ২টি পরিবর্তন

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই দল। ওভালে ম্যাচটি শুরু হবে কলকাতার সময় বিকাল সারে ৩ টায়।

ইতিমধ্যে টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

হেডিংলিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ৭৮ রানে অলআউট হয়েছিল ভারত। আর লর্ডসে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন জো রুট। ভারত দিন শেষ করে ৩ উইকেটে ২৭৬ রান নিয়ে।

অস্ট্রেলিয়া সিরিজে ৩৬ রানে অলআউট হবার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। এবারও তারা সেটা করতে পারবে কিনা তা অনেকাংশেই নির্ভর করছে ভিরাট অ্যান্ড কোং কীভাবে সামলান জো রুটের ব্যাটিং ও জেমস অ্যান্ডারসনের বোলিং, তার উপর।

এর আগের দুটি ইংল্যান্ড সিরিজের মতো এবারও স্কোরলাইন একপাক্ষিক থাকবে, এমন কানাঘুষাকে সরিয়ে ফেলতে আবারও ইংলিশদের চেপে ধরতে হবে ভারতের।

উইনিং কম্বিনেশন ভাঙতে হচ্ছে ইংলিশদের। কারণ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে গেছেন জশ বাটলার।

তার পরিবর্তে কিপিং করবেন জনি বেয়ারস্টো আর বাটলারের জায়গায় দলে ঢুকেছেন ওলি পোপ। একাদশ থেকে বাদ পরেছেন স্যাম কারেন। তার জায়গায় একাদশে ঢুকেছে ক্রিস ওকস।

জয়ের ধারায় ফিরতে মরিয়া ভারতীয় একাদশে এসেছে ২টি পরিবর্তন। ইশান্ত শর্মা ও শামির পরিবর্তে দলে এসেছে শার্দুল ঠাকুর ও উমেশ যাদব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *