“বুড়ো বয়সে ভীমরতি” সর্বগ্রাসী পরকীয়ায় জড়াচ্ছেন ভারতের প্রাক্তন তারকা

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্টাইলিশ ব্যাটার মুরলি বিজয় ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। মুরলির এই সিদ্ধান্ত গোটা ক্রিকেট বিশ্বকে কার্যত হতবাক করে দিয়েছে।

সমর্থকেরা অবশ্য মনে করেন, মুরলির মধ্যে এখনও অনেকটাই ক্রিকেট বাকি ছিল। ব্রিসবেনে ১৪৪ রানের ইনিংস এবং ট্রেন্ট ব্রিজে ১৪৫ রানের দুর্ধর্ষ ইনিংস ভারতীয় ক্রিকেট দলকে উপহার দিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার অ্যালিস পেরির উপরে তাঁর একটু বেশিই ‘দুর্বলতা’ রয়েছে।

একটি ইন্টারভিউয়ে সেকথা স্বীকারও করেছিলেন তিনি।২০২০ সালে গোটা দেশজুড়ে যখন লকডাউন চলছিল, সেইসময় মুরলি বিজয় চেন্নাই সুপার কিংসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেইসময় তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে লকডাউনের পর তিনি কার সঙ্গে ডিনার ডেটে যেতে চান।

তখনই মুরলি বিজয় জানিয়েছিলেন যে অ্যালিস পেরির নৈশভোজ সারতে চান।মুরলি বিজয় ওই ইন্টারভিউয়ে বলেছিলেন, ‘অ্যালিস পেরি। আমি ওর সঙ্গেই ডিনার ডেটে যেতে চাই। ওকে দেখতে খুবই সুন্দর।’ এর কয়েক সপ্তাহ পর অ্যালিস পেরিও মুরলি বিজয়ের এই প্রস্তাবের পালটা জবাব দিয়েছিলেন।

পেরি জানিয়েছিলেন, তিনি মুরলি বিজয়ের সঙ্গে ডিনার ডেটে যেতে এক পায়ে খাড়া। তবে মুরলিকেই যাবতীয় খাওয়ার খরচ বহন করতে হবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে মুরলি বিজয়ের ব্যক্তিগত জীবন যথেষ্ট বিতর্কিত।

তিনি ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিকের প্রথম স্ত্রী নিকিতা বানজারার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। এরপর দীনেশ এবং নিকিতার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।তবে কার্তিক ডিভোর্স দেওয়ার সঙ্গে সঙ্গেই নিকিতা মুরলি বিজয়কে বিয়ে করে নিয়েছিলেন।

এরপর কার্তিক এবং মুরলির সঙ্গে যাবতীয় বন্ধুত্বের সম্পর্ক শেষ হয়ে যায়। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দল থেকে অবসর গ্রহণের পর মুরলি বিজয় বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলতে পারেন।

২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুরলি বিজয় টিম ইন্ডিয়ার হয়ে ৬১টি টেস্ট ম্যাচ, ১৭টি ওয়ানডে এবং ন’টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্ট ক্রিকেটে মুরলি বিজয় মোট ৩,৯৮২ রান করেন। ইতিমধ্যে তিনি ১২টি সেঞ্চুরি এবং ১৫টি হাফ সেঞ্চুরি করেছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *