ওভাল টেস্ট জিতে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ফের এক নম্বরে ভারত।







বিরাট কোহলির দল সরিয়ে দিল বাবর আজমের পাকিস্তানকে। ওভালে ৫০ বছর পর টেস্ট জয়ে স্মরণীয় হয়ে থাকল বিশেষ করে চারজনের অনবদ্য পারফরম্যান্সে।
চলতি সিরিজে ভারত দুটি টেস্ট জিতেছে, একটি হেরেছে এবং একটি ড্র। সবমিলিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন বিরাটদের দখলে ২৬ পয়েন্ট, সাফল্যের শতকরা হার ৫৪.১৭ শতাংশ।
পাকিস্তান রয়েছে দুইয়ে, তিনে ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের দখলেই ১২ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ ১-১ ড্র হয়েছে। চারে রয়েছে জো রুটের ইংল্যান্ড, ১৪ পয়েন্ট নিয়ে, সাফল্যের শতকরা হার ২৯.১৭ শতাংশ।







নিউজিল্যান্ডের পর ভারতের কাছে টেস্ট সিরিজ হারলে অ্যাশেজের আগে যা রুট, সিলভারউডদের চিন্তা বাড়াবে। স্লো ওভার রেটের কারণে আগেই ভারত ও ইংল্যান্ডের দুই পয়েন্ট করে কাটা হয়েছিল।
ওভাল টেস্টে সেরার পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভারত ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল। এরপর ইংল্যান্ড লিড নেয় ৯৯ রানের।
সেখান থেকে ভারত ৪৬৬ রানে পৌঁছায় দ্বিতীয় ইনিংসে। তাও অনেকটা সময় মেঘলা আবহাওয়ায় ফ্লাডলাইটে ব্যাট করে।
ওপেনিং জুটিতে লোকেশ রাহুলের সঙ্গে ৮৩ রান যোগ করার পর চেতেশ্বর পূজারার সঙ্গে রোহিতের ১৫৩ রানের পার্টনারশিপ ভারতকে মজবুত ভিতে দাঁড় করিয়েছিল।







বিদেশের মাটিতে প্রথম টেস্ট শতরান পেয়ে, একাধিক নজির গড়ে সেই ১২৭ রানের ইনিংসের সুবাদে এবার ওভাল টেস্টের সেরাও হলেন রোহিত। ভারতের জয়ে তাঁর অবদান প্রথমেই থাকবে।
কারণ, ভারত যে রানের পাহাড় চাপাতে সক্ষম হয়েছিল ইংল্যান্ডের উপর তার থেকে রুটরা বেরিয়ে আসার পথ পাননি। এটাকেই সেরা শতরান হিসেবে বেছে নিয়েছেন রোহিত। তিনি বলেন, ব্যাট করার সময় শতরানের কথা ভেবে খেলিনি।
পিছিয়ে পড়ার চাপ কাটাতে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছি। দলকে ভালো জায়গায় পৌঁছে দিতে চেয়েছিলাম। আগে মিডল অর্ডারে খেলতাম। পরে টেস্টে ওপেন করতে এসে এর গুরুত্ব আরও বেশি উপলব্ধি করেছি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ২০-২৫ দিনের বিরতিই গেম-চেঞ্জার গয়েছে। কেন না, ওই সময় প্রস্তুতি যাবতীয় খামতি পুষিয়ে নিতে পেরেছি।
হাঁটুর চোটের কারণে দুই দিন ফিল্ডিং করতে পারেননি রোহিত। তিনি আশাবাদী পরের টেস্টে খেলার ব্যাপারে। যদিও সিদ্ধান্ত নেবেন ফিজিও।






