বিশ্বের ১ম ব্যাটসম্যান হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা

ইংল্যান্ডের মাটিতে সব ফর্ম্যাট মিলিয়ে ৯টা সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। বিলেতের ২২ গজে ৮টা সেঞ্চুরি ছিল রাহুল দ্রাবিড়ের।

উল্লেখযোগ্য বিষয়, ইংল্যান্ডের মাঠে রোহিতের শেষ আটটা সেঞ্চুরি এসেছে ২০১৮ সালের পর।

সফরকারী দেশের প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি আছে ডন ব্র্যাডম্যানের।

১১টি সেঞ্চুরি রয়েছে ডনের ঝুলিতে। তবে রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙার পাশাপাশি আরও একটি নজির গড়েন হিটম্যান।

এই প্রথম কোনও ক্রিকেটার যিনি ইংল্যান্ডে মাটিতে সব ধরণের ফরম্যাটেই সেঞ্চুরি পেলেন।

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই সেঞ্চুরি আছে ভারতীয় ওপেনারের।

একই সঙ্গে টেস্টে ৩ হাজার রানও পূর্ণ করেন রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা-চেতেশ্বর পূজারা জুটিতে ওঠে ১৫৩ রান।

রোহিত-পূজারা জুটির গড়ে দেওয়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ভারতীয় দল। ১২৭ রানে আউট হন রোহিত শর্মা।

চেতেশ্বর পূজারা করেন ৬১ রান। বিরাট কোহলি ক্রিজে আছেন। ১৭১ রানে এগিয়ে আছে ভারত।

৩০০-র উপর লিড নেওয়াই প্রাথমিক লক্ষ্য টিম ইন্ডিয়ার। চতুর্থ দিন অন্তত চা বিরতি পর্যন্ত খেলতে চান বিরাটরা।

ইংল্যান্ডের সামনে কঠিন লক্ষ্যমাত্রা ছুড়ে দিলে রুটরা যে বিপদে পড়বেন তা ভালোই জানে ভারতীয় দল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *