বিশ্বের সব ক্রিকেটারকে টপকে নতুন ইতিহাস গড়লো কোহলি

ব্যাট হাতে নিজের সেরা ছন্দে নেই বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নিজের নামের প্রতি সুবিচার রাখতে পারেননি ভারতীয় অধিনায়ক।

তবে এর মাঝেই দূর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার, যেখানে শচীন, পন্টিংয়ের মতো কিংবদন্তিদের পাশাপাশি বিশ্বের সবাইকে ছাপিয়ে গেছেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে বৃহঃপতি বার ২৩ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন বিরাট কোহলি। বিশ্বের মাত্র সপ্তম ক্রিকেটার হিসেবে দূর্দান্ত এই কীর্তি ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক।

তবে ২৩ হাজার আন্তর্জাতিক রান করায় সবচেয়ে দ্রুততম ‘রানমেশিন’ খ্যাত কোহলি। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ৫৫.২৮ গড়ে ২৩ হাজার রানের গন্ডি ছুঁতে মাত্র ৪৯০ ইনিংস সময় নিয়েছেন বিরাট কোহলি।

যেখানে বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি ভারতের শচীন টেন্ডুলকারের চেয়ে ৩২ ইনিংস এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের চেয়ে ৫৪ ইনিংস কম সময় নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

কেনিংটন ওভালে বৃহঃপতি বার নিজের ২৭তম টেস্ট ফিফটির দেখা পেয়েছেন বিরাট কোহলি। তবে এর পরপরই ফের একবার ওলি রবিনসনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি।

এ নিয়ে চলতি সিরিজে তৃতীয় বারের মতো ডানহাতি এই পেসারের বলে আউট হলেন কোহলি। এদিন ৮ চারে ৯৬ বলে ৫০ রান করে উইকেটের পিছনে জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন ভারতীয় অধিনায়ক।

পাশাপাশি বৃহঃপতি বার মহেন্দ্র সিং ধোনিকে ছাপিয়ে ভারতীয় অধিনায়ক হিসেবে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক পঞ্চার্ধো ইনিংস খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন বিরাট কোহলি।

সাদা পোশাকে এখন পর্যন্ত সাতবার ইংল্যান্ডের মাটিতে ৫০+ রান করেছেন অধিনায়ক কোহলি।টেস্টে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অধিনায়কের সর্বাধিক ৫০+ স্কোরঃ

৭ – বিরাট কোহলি

৬ – মহেন্দ্র সিং ধোনি

৪ – সৌরভ গাঙ্গুলি

৩ – মোহাম্মদ আজহারউদ্দীন

৩ – বিজয় হাজারে

তবে, চতুর্থ টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। এই প্রতিবেদন লেখার সময় ৫৪ ওভার শেষে টসে হেরে ব্যাটিং করা ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১২৮ রান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *