বিশ্বের সব ক্রিকেটারকে টপকে টি২০ তে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে কলকাতায় তৃতীয় টি২০আই-তে কেরিয়ারের ২৬তম অর্ধশতরান করেলন রোহিত শর্মা (Rohit Sharma)। বিরাট কোহলির (Virat Kohli) বড় রেকর্ড ভাঙলেন তিনি।

টি২০ ক্রিকেটে তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এমনিতেই কলকাতার আইকনিক ইডেন গার্ডেন্স (Eden Gardens) স্টেডিয়াম, তাঁর প্রিয় ক্রিকেট মাঠগুলির মধ্যে অন্যতম।

এই মাঠে দুর্দান্ত সব রেকর্ড আছে তাঁর। রবিবার, নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তৃতীয় টি২০আই ম্যাচেও ইডেনের সঙ্গে তাঁর সেই ভালবাসা অব্যাহত রইল।

সিরিজে টানা দ্বিতীয় অর্ধশতরান করে, তিনি ভেঙে দিলেন এই ফর্ম্যাটে বিরাট কোহলির (Virat Kohli) একটি বড় মাপের বিশ্বরেকর্ড। সেইসঙ্গে টি২০আই ক্রিকেটে ভারতীয় হিসাবে আরও একটি অবিশ্বাস্য মাইলফলকও পার করলেন তিনি।

মিচেল স্যান্টনারের (Mitchel Santner) নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে, এদিন ইডেনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। একেবারে শুরু থেকে দারুণ ছন্দে ব্যাট করেন তিনি।

মাত্র ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন রোহিত। এটি ছিল টি২০আই ক্রিকেটে তাঁর ২৬তম অর্ধশতরান। এর ফলে টি২০আই ক্রিকেটে বিশ্বের সর্বাধিক পঞ্চাশের বেশি ইনিংস খেলা ব্যাটার হলেন রোহিত। এই বিষয়ে তিনি ছাপিয়ে গেলেন ভারতের সদ্য প্রাক্তন টি২০ অধিনায়ক বিরাট কোহলিকে।

এই নিয়ে এই ফর্ম্যাটে তাঁর ২৬টি হাফসেঞ্চুরি হল। বিরাট কোহলির টি২০আই অর্ধশতরানের সংখ্যা ২৯। তবে রোহিতের এর সঙ্গে ৪ টি টি২০আই শতরান রয়েছে। সেগুলি যোগ করলে তাঁর পঞ্চাশের বেশি রানের ইনিংসের সংখ্যা দাঁড়ায় ৩০।

কোহলির একটিও শতরান নেই। এর আগে গত শুক্রবার রাঁচিতে দ্বিতীয় টি২০আই ম্যাচে অর্ধশতরান করে তিনি কোহলির কীর্তিটি ছুঁয়েছিলেন। এদিন পেরিয়ে গেলেন।

টি২০ ক্রিকেটে সর্বাধিক পঞ্চাশের বেশি স্কোরের তালিকায় রোহিত এবং বিরাটের পরেই রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম (২৫ টি)। এর মধ্যে ১টি শতরান এবং ২৪টি অর্ধশতরান। তারপর আছেন, টি২০ বিশ্বকাপ ২০২১-এ টুর্নামেন্টের সেরা ডেভিড ওয়ার্নার (২২)। তাঁরও ১টি শথরানের ইনিংস রয়েছে।

রোহিত এদিন ১২তম ওভারে ইশ সোধির (Ish Sodhi) বলে আউট হওয়ার আগে ৩১ বলে ৫৬ রান করে যান। মেরেছেন ৫টি চার এবং ৩টি ছয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *