বিশ্বকাপ থেকে বাদ পড়ে যে ১টি অজুহাত দাড় করালেন ভারতের কোচ

শেষ সম্ভাবনাটাও ফিকে হয়ে গেলো। ১৩৮ কোটি ভারতীয়র সমর্থন পেয়েও জিততে পারলো না আফগানিস্তান। অনুমিতভাবে যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে।

আফগানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আর কপাল পুড়েছে ভারতের। তাই সোমবার (৮ নভেম্বর) নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করার পরই কার্যত শেষ হয়ে যায় ভারতের বিশ্বকাপ মিশন।

তবুও সমীকরণের কিছু মারপ্যাচে টিকে ছিল। তাই নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচেই নির্ভর করছিল তাদের থাকা না থাকা। দিনশেষে বিদায় নিতে হলোই তাদের।

স্বাগতিক ভারতের এমন বিদায়ে টুর্নামেন্টে কিছুটা হলেও রং হারিয়েছে। অভাবনীয় এই বিদায়ের জন্য যেন টসকেই দুষলেন ভারতের বোলিং কোচ ভারত অরুণ।

নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি অজুহাত দেওয়ার চেষ্টা করছি না। তবে আমি মনে করি এই বিশ্বকাপে যারা টস জিতেছে তারাই বড় সুবিধা পেয়েছে। বিশেষ করে দুবাইয়ের ম্যাচগুলোতে। দ্বিতীয় ইনিংসে বল করতে আসলে উইকেটের ধরণ সহজ হয়ে যায় ব্যাটারদের জন্য। অজুহাত নয়। আমাদের ভালো করা উচিত ছিল, ভালো ব্যাটিং করা উচিত ছিল এবং প্রথম ম্যাচে আমাদের ডিফেন্ড করার সুযোগ ছিল। তবে আমরা গড়পড়তা মানের ছিলাম।’

অনেকের মতেই ভারতের বিশ্বকাপে ব্যর্থতার অন্যতম বড় কারণ আইপিএল। টানা খেলার ক্লান্তি না কাটিয়েই সোজা বিশ্বকাপে আসতে হয়েছে। অরুণও তাদের সঙ্গে তাল মেলালেন।

বলেন, ‘আমার মনে হয় গত আইপিএলের (প্রথম পর্ব) বিরতির পর থেকে খেলোয়াড়রা আর বাড়ি ফেরেনি। টানা ছয় মাস ধরে বাবলের মধ্যে রয়েছে। সম্ভবত আইপিএল ও বিশ্বকাপের মাঝে ছোট্ট বিরতি থাকলে খুব ভালো হতো ছেলেদের জন্য।’

এদিকে, প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে চমক দেখানো নামিবিয়া শেষটা রঙিন করতে চায় জয়ের রঙ্গে।

কোচ পিয়ের ডি ব্রুইনা বলেন, ‘আমরা উচুতে থেকে এই বিশ্বকাপ শেষ করতে চাই। ৪৫ দিন ধরে বলয়ের মধ্যে আছি। অজুহাত নয়। কাল প­াটফর্মটি যেকোনো খেলোয়াড়ের জন্য বিশ্বের সেরা দলের মুখোমখি হওয়ার এবং এই প­ারফর্মটিকে মুল্যবান করা উচিত।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *