পর্তুগালের বিপক্ষে জিতে ‘এ’ গ্রুপ থেকে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সার্বিয়া।
এদিকে সার্বিয়ার কাছে ২-১ গোলে হেরে ২০২২ সালের বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে পর্তুগালের। কাতার বিশ্বকাপের টিকিট পেতে এখন প্লে-অফ খেলতে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশকে। রোববার রাতে নিজেদের ঘরের মাঠে সার্ভিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পর্তুগাল। তাদের শুরুটা ছিলো দারুণ। ম্যাচ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় বার্নার্দো সিলভার অসাধারণ এক পাসে জালে বল জড়ান পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেজ।
তারপর দুই দলই একের পর এক আক্রমণ করতে থাকে। ম্যাচের ৩৩ মিনিটের সময় সুফল পায় সার্বিয়ানরা। মিডফিল্ডার সাসা লুকিচের অসাধারণ পাস থেকে দৃষ্টিনন্দন এক গোল করেন আরেক মিডফিল্ডার ডুসান টেডিচ। ফলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু পরিবর্তন আনে খেলার গতি পরিবর্তন করতে। বেশ কিছু আক্রমণও দেখা যায়। কিন্তু জয়সূচক গোলটি হয় ম্যাচ শেষ হওয়ার একটু আগে। ম্যাচের ৯০ মিনিটের সার্বিয়ান স্ট্রাইকার হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করেন।
৯০ মিনিট খেলা শেষ হলে অতিরিক্ত চার মিনিট খেলেও পর্তুগাল গোল পরিশোধ করতে পারেনি। ২-১ গোলে হেরে ম্যাচ শেষ করেছে পর্তুগাল।