তিনজন বর্তমান, একজন প্রাক্তন এবং আপাতত জাতীয় দলের কক্ষপথ থেকে ছিটকে যাওয়া একজন ভারতীয় ক্রিকেটারের জন্মদিন একসঙ্গে। এমন উল্লেখযোগ্য দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্বের এক নম্বর টেস্ট দলে পরিণত হয় টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই এবার ৬ ডিসেম্বর দিনটি আলাদাভাবে চিহ্নিত হয়ে রইল ভারতীয় ক্রিকেটমানচিত্রে।
আরপি সিং (৬ ডিসেম্বর, ১৯৮৫): ভারতের হয়ে ১৪টি টেস্ট, ৫৮টি ওয়ান ডে ও ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন রুদ্রপ্রতাপ সিং। ২০০৭ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য আরপি এই মুহূর্তে বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য।
করুণ নায়ার (৬ ডিসেম্বর, ১৯৯১): ভারতের হয়ে ৬টি টেস্ট ও ২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন করুণ নায়ার। বীরেন্দ্র সেহওয়াগের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ত্রিশতরান করার কৃতিত্ব রয়েছে নায়ারের। আপাতত জাতীয় দলের কক্ষপথ থেকে দূরে রয়েছেন নায়ার।
রবীন্দ্র জাদেজা (৬ ডিসেম্বর, ১৯৮৮): তারকা অল-রাউন্ডার ভারতের হয়ে এখনও পর্যন্ত ৫৭টি টেস্ট, ১৬৮টি ওয়ান ডে ও ৫৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। আপাতত চোট পাওয়ায় মুম্বই টেস্টে জায়গা হয়নি তাঁর। তবে তিনি তিন ফর্ম্যাটেই জাতীয় দলের নিয়মিত সদস্য।
জসপ্রীত বুমরাহ (৬ ডিসেম্বর, ১৯৯৩): টি-২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ থেকে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছেন জাতীয় নির্বাচকরা। এই মুহূর্তে তিনিই ভারতের এক নম্বর পেসার। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ২৪টি টেস্ট, ৬৭টি ওয়ান ডে ও ৫৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।
শ্রেয়স আইয়ার (৬ ডিসেম্বর, ১৯৯৪): সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন আগেই জাতীয় দলে আত্মপ্রকাশ করেন শ্রেয়স। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে দীর্ঘতম ফর্ম্যাটে ইন্ডিয়া ক্যাপ হাতে পান শ্রেয়স। উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর জন্মদিনেই ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতায় ট্রফি হাতে তোলেন আইয়ার। এখনও পর্যন্ত ভারতের হয়ে ২টি টেস্ট, ২২টি ওয়ান ডে ও ৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন শ্রেয়স।