বিরাট কোহলি, বাবর আজমদের পিছনে ফেললেন রোহিত শর্মা। তিনি এখন ভারতের ২০ ওভারের ম্যাচের নিয়মিত অধিনায়ক। বিরাট কোহলি সরে দাঁড়ানোর পরে রোহিতকেই দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। নিউজিল্যান্ড বনাম ভারতের তিনটি টি টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। রোহিতের নেতৃত্বে প্রথমে ম্যাচে জয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচে নেতা হিসাবে নামার পরেই নতুন একটি রেকরড করলেন রোহিত। তিনি ইয়ন মর্গ্যান, বিরাট কোহলি, বাবর আজমদের পিছনে ফেললেন।
আসলে অধিনায়ক হিসেবে ডানহাতি ব্যাটারের স্ট্রাইক রেট ১৫৮। অ্যারন ফিঞ্চ, ইয়ন মর্গ্যান, বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস এবং বাবর আজমদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। তবে এই তালিকায় নিজের নাম লিখেই বুঝিয়ে দিলেন তিনি সকলের থেকে এগিয়ে। কারণ তাঁর ব্যাটের স্ট্রাইক রেট বাকি সকল অধিনায়কের থেকেই বেশি। বিশেষ করে বিরাট কোহলি, বাবর আজমদের থেকে তো বটেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে তিনি ৩৬ বলে ৪৮ রান করেন। অধিনায়ক হিসাবে তাঁর ব্যাটিং গড় হল ১৫৮। তাঁর এদিনের ইনিংসে ছিল ৫ চার এবং ২ ছক্কা ছিল। দ্য মেন ইন ব্লু ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল।
সংযুক্ত আরব আমির শাহিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের প্রস্থানের পরে বিরাট পদত্যাগ করেছিলেন। টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নিযুক্ত হন রোহিত শর্মা। আর এই মুহূর্তে টিম ইন্ডিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা, খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে স্ট্রাইক রেটের বিচারে সমস্ত অধিনায়কের চেয়ে এগিয়ে তিনি। বাকি ম্যাচেও নিজের স্ট্রাইক রেট এভাবেই ধরে রাখতে চাইবেন তিনি।