বিরাট এবং রোহিতদের নামের খ্যাতিই দলের ওপর বাড়তি চাপ হতে পারে বলে মনে করেন কপিল দেব

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বিশ্বকাপের মহারণে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

এই হাইভোল্টেজ ম্যাচে কে এগিয়ে, কে পিছিয়ে, সেই নিয়ে নানা জল্পনা-কল্পনা অব্যাহত। কিংবদন্তি কপিল দেব ম্যাচে ভারতকে এগিয়ে রাখলেও তাঁর মতে ভারতের ওপর এই ম্যাচে চাপ অনেক বেশি থাকবে।

তারকাসমৃদ্ধ ভারতীয় দলকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসাবে ধরা হচ্ছে। ২০০৭ সালে গ্রুপ স্টেজ ও ফাইনালসহ মোট পাঁচবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুই পড়শি দেশ মুখোমুখি হলেও পাকিস্তান এখনও একটি ম্যাচও জেতেনি।

উপরন্তু, অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলের মতো ওপেনার থেকে জসপ্রীত বুমরাহের মতো বর্তমানে বিশ্বের মতান্তরে সেরা বোলার, টিম ইন্ডিয়ায় তারকার কমতি নেই।

১৯৮৩ সালের ওয়ান ডে বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মনে করছেন এহেন বড় বড় নাম থাকার ফলেই ভারতীয় দলের ওপর ম্যাচ জেতার চাপও পাকিস্তানের তুলনায় বেশি থাকবে।

ABP News- দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের কপিল দেব বলেন, ‘আমার মতে ভারতের ওপর পাকিস্তানের থেকে অনেক বেশি চাপ থাকবে (এই ম্যাচে)। কারণ ভারতের হারানোর জন্য অনেককিছু রয়েছে।

ভারতীয় দলে পাকিস্তানের তুলনায় অনেক বড় বড় নাম রয়েছে এবং নাম বড় হলে তার সঙ্গে বাড়তি চাপও আসে। অন্তত খাতায় কলমে ভারত (পাকিস্তানের থেকে) অনেক ভাল দল।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *