বিয়ের রাতেই হতাশ শাহিনশাহ আফ্রিদি

এক বছর আগে আংটি বদল তথা আকদের পরই গুঞ্জন রটে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির মেডিকেল পড়ুয়া মেয়েকে বিয়ে করছেন দেশটির তরুণ তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। যা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি)।

আকদের এক বছর পর করাচিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শাহিনের সঙ্গে শহিদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়। এর ফলে শাহিন আফ্রিদি-শহীদ আফ্রিদি আনুষ্ঠানিকভাবে জামাই-শ্বশুর হয়ে যান।

সাম্প্রতিক সময়ে এই বিয়ে ছিল ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত ঘটনা। স্বাভাবিকভাবেই বিয়ের নানা ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে।

আর এতেই হতাশ শাহিন আফ্রিদি। তাদের সম্মতি ছাড়া বিয়ের ছবি পোস্ট করাটা তিনি মানতেই পারছেন না। এ ঘটনায় খুবই হতাশ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

শাহিন আফ্রিদির বিয়েতে তার জাতীয় দলের সতীর্থ শাদাব খান, বাবর আজম, ফখর জামান, সরফরাজ আহমেদরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ছিলেন আত্মীয়স্বজন। আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন বন্ধ রাখার অনুরোধ জানানো হলেও অনেকে তা মানেননি। তারা বিয়ের ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন।

বিষয়টি নিয়ে বিয়ের একদিন পরই প্রকাশ্যে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের গতি তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহিন লিখেছেন, ‘এটা খুবই হতাশার যে বারবার এবং অনেকবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তার জায়গায় আঘাত করা হয়েছে।’

এরপর তিনি লিখেছেন, ‘কোনো ধরনের অপরাধবোধ ছাড়াই লোকে এটা শেয়ার করেছে। আমি আবারও সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করার জন্য এবং আমাদের স্মরণীয় দিনটিকে নষ্ট করবেন না।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *