বাংলাদেশ পাকিস্তান নিয়ে যে ১টি সত্য কথা বলে মুহুর্তেই ক্রিকেট বিশ্বে ভাইরাল হলেন উসমান খাজা

সম্প্রতি নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর বাতিল করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার উসমান খাজা।

গত শুক্রবার নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। একই কারণ দেখিয়ে পাকিস্তানের মাটিতে সিরিজ বাতিল করেছে ইংল্যান্ড।

তবে অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজার মতে, মূলত অর্থের ক্ষমতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে পেরেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

সেইসাথে দেশটি পাকিস্তান না হয়ে যদি বাংলাদেশে হত তাহলে একই পথ অনুসরণ করতো এই দুইটি দেশ এমনটাই জানিয়েছেন উসমান খাজা।

ব্রিসবেনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে খাজা বলেছেন, ‘আমি মনে করি খেলোয়াড় এবং কর্তাব্যক্তিদের পাকিস্তানকে না করা খুবই সহজ। কারণ এটা পাকিস্তান।

আমার মতে, এটি বাংলাদেশ হলেও তারা একই কাজ করতো। কিন্তু একই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেউই ভারতকে না বলতে পারতো না।”

“টাকাই কথা বলে। আমরা সবাই জানি এটা। খুব সম্ভবত এক্ষেত্রেও তাই হয়েছে। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তারা (পাকিস্তান) বারবার প্রমাণ করছে যে দেশটি ক্রিকেট খেলার জন্য নিরাপদ। আমি মনে করি, সেখানে না যাওয়ার কোনো কারণ নেই।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *