ফ্যাফ ডু’প্লেসিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি। বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন কোহলি। শেষ বলেও চার মারেন তিনি। প্রথম ওভারে ১০ রান ওঠে। কোহলি ৯ রানে ব্যাট করছেন।
২ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ১২ রান। ইডেনের গ্যালারি আরসিবি তথা কোহলির সমর্থনে উদ্বেল। ৩ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ১৯ রান। ৪ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৪২ রান। কোহলি ২০ ও ফ্যাফ ২২ রানে ব্যাট করছেন।
৪.৫ ওভারে সুনীল নারিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। আরসিবি ৪৪ রানে ১ উইকেট হারায়। ৫ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ৪৫ রান। ৫.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ফ্যাফ ডু’প্লেসি।
১২ বলে ২৩ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। আরসিবি ৪৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ওভারের পঞ্চম বলে চার মারেন গ্লেন। পাওয়ার প্লের ৬ ওভারে আরসিবির স্কোর ২ উইকেটে ৫০ রান।
সপ্তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন সুনীল নারিন। ৭ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৫৩ রান। নারিন ২ ওভারে ৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।৭.২ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ৭ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। আরসিবি ৫৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্ষাল প্যাটেল।
একও ওভারে ২টি উইকেট তুলে নিলেন বরুণ। ৭.৪ ওভারে বরুণের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হার্ষাল প্যাটেল। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। আরসিবি ৫৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। বরুণ ২ ওভারে ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
৮.৫ ওভারে সুনীল নারিনের বলে শার্দুল ঠাকুরের হাতে ধরা পড়েন শাহবাজ আহমেদ। ৫ বলে ১ রান করেন তিনি। আরসিবি ৬১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। নারিন ৩ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
১০ ওভার শেষে আরসিবির স্কোর ৫ উইকেটে ৬৯ রান। ১১ ওভার শেষে আরসিবির স্কোর ৫ উইকেটে ৭৮ রান। ১৯ রানে ব্যাট করছেন ব্রেসওয়েল। ১২ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ৮৪ রান।
১৪তম ওভারে শার্দুল ঠাকুরের বলে ১টি চার মারেন ডেভিড উইলি। ওভারে মোট ৯ রান ওঠে। আরসিবির স্কোর ৮ উইকেটে ৯৫ রান। উইলি ৯ রানে ব্যাট করছেন। ১৫ ওভার শেষে আরসিবির স্কোর ৯ উইকেটে ১০২ রান। সুয়াশ ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
নিজের প্রথম আইপিএল ম্যাচে ৪ ওভার বল করে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন সুয়াশ শর্মা। ১৭ ওভার শেষে আরসিবির স্কোর ৯ উইকেটে ১২১ রান। ১৭.৪ ওভারে বরুণ চক্রবর্তীর বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আকাশ দীপ। ১২৩ রানে অল আউট আরসিবি ।