টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার শুরু হওয়ার আগে প্রধান গ্রুপে থাকা সব ক’টি দল দুটি করে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।







যেখানে ভারত অনুশীলন ম্যাচে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়েছিল। ইংল্যান্ডকে ১৮৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত।
অন্যদিকে অস্ট্রেলিয়াকে ১৫৩ রান তাড়া করে জিতেছে ভারত। ব্যাটিং বিভাগে দুর্দান্ত সাফল্য পেলেও বোলিং বিভাগে কিছুটা ত্রুটি সামনে এসেছে।







প্রথমত প্রথম ম্যাচে ভুবনেশ্বর কুমার ছন্দ ছাড়া হয়েছিলেন। ডেথ ওভারে ভারতের অন্যতম সফল বোলার তিনি। সে ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারে টিম ইন্ডিয়া।
অন্যদিকে ভারতীয় টিমের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বরুণ চক্রবর্তী। যুজবেন্দ্র চাহালকে সরিয়ে বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে ভারতীয় স্কোয়াডে।
অথচ আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা মাত্র কয়েকটি ম্যাচ। ভারতীয় দল নির্বাচকরা সেই চক্রবর্তীর উপর বাজি ধরে হয়তো এখন বিপদে পড়তে চলেছেন।







আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পায় মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। যেখানে ভারতীয় শিবির এই ক্রিকেটারের উপর শতভাগ ভরসা রেখেছিলো।
সেখানে আজকের লো-স্কোরিং ম্যাচে দুই ওভার বল করে ২৩ রান খরচ করেছেন বরুণ চক্রবর্তী। আর এটি এখন ভারতীয় শিবিরে অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অভিজ্ঞতার ভান্ডার ছিল চতুর স্পিনার যুজবেন্দ্র চাহালের কাছে। আইপিএলের দ্বিতীয় অংশ স্বপ্নের মত কেটেছে তার। কিন্তু কম অভিজ্ঞতা এবং খেলার জন্য আনফিট থাকা সত্ত্বেও ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী।







আজকের পারফরম্যান্সের পর চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় শিবিরে। যদিও আজকের ম্যাচে কিছুটা ছন্দে ফিরেছেন অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তিনি প্রথম ওভারে দুটি উইকেট দখল করেছেন।
স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আজকের ম্যাচে একটি উইকেট দখল করেছেন। এখন দেখার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় একাদশে স্পিনার হিসেবে কাকে সুযোগ দেয় ভারতীয় শিবির।






