ফ্র্যাঞ্চাইজির মালিকরা বেটিং কোম্পানির সঙ্গে জড়িত, তদন্তে বেরিয়ে আসতে পারে থলের বেড়াল

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যুক্ত হয়েছে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে আহমেদাবাদের মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজির মালিকরা বেটিং বা বাজি কোম্পানির সঙ্গে জড়িত আছে বলে দাবি করা হয়েছে ভারতীয় জনপ্রিয় ম্যাগাজিন আউটলুকের এক প্রতিবেদনে, চলছে তদন্তও।

গত সোমবার (২৫ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত নিলাম থেকে দল কেনার জন্য মোট নয়টি কোম্পানি অংশগ্রহণ করেছিল। যেখানে ৫ হাজার ৬২৫ কোটি রুপি দর হাঁকিয়ে আহমেদাবাদের মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস।

সিভিসি ক্যাপিটালসের মালিকরা বাজি কোম্পানির সঙ্গে জড়িত থাকায় তাদের তদন্ত করছে আইপিএল কতৃপক্ষ। আউটলুক ম্যগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাজি কোম্পানির সঙ্গে যোগসূত্র থাকায় সিভিসি ক্যাপিটালসকে তদন্ত করা হচ্ছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘সিভিসি ক্যাপিটালসের মালিকদের বাজি কোম্পানির সঙ্গে যোগসূত্র থাকায় তারা সমস্যায় পড়েছে। সিভিসি ক্যাপিটালস বাজি এবং জুয়া কোম্পানিগুলোতে প্রচুর বিনিয়োগ করেছে।’

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দুই নতুন দলের নাম প্রকাশের পরপরই নতুন ফ্র্যাঞ্চাইজির কোনো একটির বাজি কোম্পানির সঙ্গে জড়িত থাকা নিয়ে টুইট করেছিলেন ললিত মোদি।

আইপিএলের সাবেক এই চেয়ারম্যান টুইটারে লিখেন, ‘আমার ধারণা বাজি কোম্পানিগুলোও আইপিএলে দল কিনতে পারে। এটা অবশ্যই একটা নতুন নিয়ম। স্পষ্টতই একজন দরদাতা একটি বড় বাজি কোম্পানির মালিক। তারপর কী হবে? বিসিসিআই কি এসবে খোজ-খবর নেয় না? এমন ক্ষেত্রে দুর্নীতি দমন ইউনিট কী করতে পারে?’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *