ফ্র্যাঞ্চাইজির আর ভারতীয় দলকে নেতৃত্ব দেয়া সমান নয়,রোহিতের পর কে হবে ভারত অধিনায়ক? মন্তব্য গাভাসকরের

টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর বড় রদবদল করা হল ভারতীয় দলে। ইতিমধ্যেই আগামী বছর টি ২০ বিশ্বকাপের জন্য বেশ কয়েকজন ক্রিকেটারকে তৈরি রাখার ইঙ্গিতই দিয়েছেন নির্বাচকরা।

দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে রোহিত শর্মাকে অধিনায়ক করে সহ অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, হার্দিক পাণ্ডিয়াকে বিশ্রাম বা বাদ দেওয়া হয়েছে।

ফিটনেস সমস্যায় ভোগা বরুণ চক্রবর্তীর উপর আস্থা হারিয়ে দলে কামব্যাক হয়েছে যুজবেন্দ্র চাহালের। হার্দিকের বিকল্প হিসেবে তৈরি করা হবে ভেঙ্কটেশ আইয়ারকে। আবেশ খান, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজকে রাখা হয়েছে ভুবনেশ্বর কুমারের সঙ্গে।

ভারতীয় দল দেখে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুনীল গাভাসকর বলেছেন, লোকেশ রাহুলকেই যে পরবর্তী অধিনায়ক হিসেবে নির্বাচকরা ভাবছেন সেটা বোঝা গেল। পাঞ্জাব কিংসকে নেতৃত্বদানের পাশাপাশি ভারতের তিন ফরম্যাটেই তিনি খেলছেন। তিন ফরম্যাটে যেহেতু তিনি খেলছেন সেটাই তাঁর সহ অধিনায়ক হওয়ার পক্ষে সহায়ক হয়েছে।

বিরাটের পর রোহিতের নেতৃত্বে ভারতের সাফল্য নিয়ে আশাবাদী সানি বলেন, রোহিত শর্মা ব্যাটন হাতে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। ফলে টি ২০ আন্তর্জাতিকে ভারতীয় দলের যাত্রাও নতুনভাবে শুরু হতে চলেছে। তবে একজন ততটা ভালো, যতটা তাঁর দল ভালো।

রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। তবে রাজ্য দল বা ফ্র্যাঞ্চাইজি দলকে নেতৃত্ব দেওয়ার সঙ্গে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ায় ফারাক অনেকটাই।

যেমন প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফর্ম করা কোনও ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এসে সাফল্য পান না এমন নজির রয়েছে। রাজ্য বা ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে কতগুলি ট্রফি জিতেছো বলেই আন্তর্জাতিক স্তরে তেমনই সাফল্য আসবে, এমন গ্যারান্টি নেই।

তবে বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার অধিনায়কত্বের এখনই তুলনায় যেতে নারাজ গাভাসকর। তিনি বলেন, কয়েকটা ম্যাচ না দেখা অবধি সেই ধরনে তুলনা করা যায় না। তবে বিরাটের সঙ্গে রোহিতের ক্যাপ্টেন্সির অ্যাপ্রোচের ফারাক যে থাকবে সেটা নিশ্চিত।

তিনি নিজের ধারণা, ভাবনাচিন্তা অনুযায়ী দলকে নেতৃত্ব দিতে পারবেন। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলবেন না বিরাট কোহলি। ফলে সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণরা নিশ্চিতভাবেই নিজেদের মেলে ধরে দলে জায়গা পাকা করার লক্ষ্যেই নামবেন। ১৭, ১৯ ও ২১ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড টি ২০ ম্যাচ হবে জয়পুর, রাঁচি ও কলকাতায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *